প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ২০:৪৬
পুলিশের শরীরে এই প্রথম ‘বডি ওনড ক্যামেরা’
রেকর্ড হবে সারাদিনের কার্যক্রম
চাঁদপুরে এ প্রথমবারের মতো দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের শরীরে ক্যামেরা চালু থাকবে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার সময় পুলিশ সুপার কার্যালয়ে চাঁদপুর জেলায় ‘বডি ওনড ক্যামেরা’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রম উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)।
|আরো খবর
চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ সদস্যদের শরীরে ‘বডি ওনড’ ক্যামেরা লাগানোর মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার জানান, আইজিপি ড. বেনজীর আহমেদ দায়িত্ব নেয়ার পর বাংলাদেশ পুলিশকে তিনি আধুনিকায়ন করার জন্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। বডি ওনড ক্যামেরা তার অন্যতম উদ্যোগ। প্রথম পর্যায়ে আমরা চাঁদপুর জেলার জন্য ৩৬টি ক্যামেরা পেয়েছি। তা থেকে প্রথম পর্যায়ে ৬ জন ট্রাফিক সার্জেন্টকে দেয়া হলেও জেলা পুলিশের প্রত্যেকটি ইউনিটে বডি ওনড ক্যামেরা সরবরাহ করা হবে।
পুলিশ সুপার বলেন, আমাদের যারা মাঠ পর্যায়ে ডিউটি করেন, বিশেষ করে ট্রাফিক পুলিশসহ থানার বিভিন্ন অফিসার যখন ডিউটিতে যায়, এ ক্যামেরাতে তাদের সারাদিনের কার্যক্রম রেকর্ড থাকবে। যা সেন্ট্রাল সার্ভারের সাথে যুক্ত হবে। তারা সারাদিন কোথায় কী করছে সেগুলো আমরা দেখতে পাবো। এছাড়া পুলিশ অফিসারদের বিরুদ্ধে অনেক সময় মিথ্যা অভিযোগ করা হয়, সেটা থেকেও আমরা মুক্তি পাবো। আবার অফিসারদের সারাদিনের কার্যক্রম মনিটরিং করতে পারবো। এই দুই ক্ষেত্রেই বডি ওনড ক্যামেরা আমাদের সহযোগিতা করবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত, ট্রাফিক ইন্সপেক্টর জহিরুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।