শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ২২:১৮

মেঘনায় বাঁশের জাগে মৎস্য সম্পদ ধ্বংস উচ্ছেদকালে নৌ পুলিশের ওপর হামলা

মেঘনায় বাঁশের জাগে মৎস্য সম্পদ ধ্বংস উচ্ছেদকালে নৌ পুলিশের ওপর হামলা
অনলাইন ডেস্ক

চাঁদপুর মেঘনা ডাকাতিয়া নদীর বিভিন্ন পয়েন্টে বাঁশ ও গাছের ডালপালায় জাগ দিয়ে প্রকাশ্যে এলাকার কতিপয় কিছু মানুষ অবাধে মাছ শিকার করছে। এসব সুতিজালের ফাঁদ থেকে বাদ পড়ছে না ছোট-বড় কোন মাছই।  নদীর পানি প্রবাহ বাধা সৃষ্টি করে জাগ দিয়ে মাছ শিকার বন্ধে অভিযান শুরু করেছে চাঁদপুর নৌ পুলিশ।নদীতে দেশীয় মাছের প্রজনন রক্ষায় এবং নদীতে নৌযান চলাচল স্বাভাবিক রাখতে একাধিক বাঁশের জাগ উচ্ছেদ করা হয়। বুধবার দুপুরে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স চাঁদপুর সদর উপজেলার নদীর তীরবর্তী ইউনিয়নগুলোতে প্রায় অর্ধশতাধিক জাগ উচ্ছেদ করেন। এই অবৈধ প্রক্রিয়ায় মাছ শিকারে উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে নদীর তীরবর্তী এলাকার মানুষের হামলার শিকার হতে হয়েছে নৌ-পুলিশকে।

নৌ পুলিশের অভিযানকালে চাঁদপুর সদরের কল্যাণপুর ইউনিয়নের শতাধিক জেলেরা নৌ পুলিশের ওপর হামলা চালায়। এ সময় জাগ উচ্ছেদকাজে নিয়জিত দুই শ্রমিক আহত হয়।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহিদুল ইসলাম বলেন, চাঁদপুরের পদ্মা-মেঘনা ও ডাকাতিয়া নদীতে শত শত অবৈধ জাগ গড়ে তুলেছে এক শ্রেণির মৎস্য ব্যবসায়ী জেলেরা। এতে করে মাছ চলাচলে প্রতিবন্ধকতা এবং মাছের অবাদ বিচরণ বাধার মুখে পড়ছে। এ ছাড়া যততত্র জাগ দেওয়ায় নৌযান চলাচলে হুমকিতে পড়ছে। জাগের কারনে কৃষি ও মৎস্য সম্পদ ধ্বংসের দ্বারপ্রান্তে।

তিনি আরও বলেন, আমরা উচ্ছেদ অভিযানে গেলে বেপরোয়া জেলেরা আমাদের লক্ষ করে ইট-পাটকেল ও লাঠি-ছোটা ছুরে মারে। এতে আমাদের কাজে নিয়োজিত দুই শ্রমিক আহত হয়েছে। পর্যায়ক্রমে নদী থেকে সকল বাঁশের জাগ উচ্ছেদ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়