প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৩৬
ফরিদগঞ্জে এইচএসসি ও সমমানে ২৩৮ জন জিপিএ-৫ পেয়েছে
২০২১ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফলে, ফরিদগঞ্জ উপজেলায় ৮টি কলেজে এইচএসসি পরীক্ষায় ২২০ জন ও ২৭টি সিনিয়র মাদ্রাসায় আলিম পরীক্ষায় ১৭জন জিপিএ-৫ পেয়েছে। ভোকেশনাল ২ টি প্রতিষ্ঠানে ১ জন জিপিএ- ৫ পেয়েছে। এইচএসসিতে মোট ২২৩৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২২১৯ জন কৃতকার্য হয়েছে পাশের হার ৯৯.৩২ ভাগ। অপরদিকে আলিম পরীক্ষায় ৬৮৭জন অংশ নিয়ে কৃতকার্য ৬৭৮ জন ,৯৭.৬৭ পাশের হার।
এইচএসসিতে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজে ৩৯, গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে- ১০৭, শোল্লা স্কুল এন্ড কলেজে-২৫ , চির্কা চাঁদপুর স্কুল এন্ড কলেজে-০৩, কালির বাজার কলেজে-১১, চান্দ্রা ইমাম আলী স্কুল এন্ড কলেজে-১৭ ও গল্লাক আদর্শ ডিগ্রি কলেজে-১৪ জন জিপি-এ ৫ পেয়েছে। লাউতলি ডাঃ রশিদ আহমেদ স্কুল এন্ড কলেজ ৪ জন।
অপরদিকে আলিম পরীক্ষায় ৬৮৭জন অংশ নিয়ে জিপিএ -৫ পেয়েছে ১৭জন । এর মধ্যে ফরিদগঞ্জ আলীয়া মাদ্রাসায় ৫ জন, হাঁসা ফাজিল মাদ্রাসায় ৩ জন, পুরান রামপুর আলিম মাদ্রাসায় ৩ জন, রামপুর বাজার ফাজিল মাদ্রাসায় ২ জন, পশ্চিম পোয়া আলিম মাদ্রাসায় ১ জন, ইসলামপুর ফাজিল মাদ্রারাসায় ১ জন ও রূপসা আলিম মাদ্রাসা ২ জন জিপিএ -৫ পেয়েছে। ভোকেশনাল ২টি প্রতিষ্ঠান মোট পরীক্ষার্থী ১৪৭জন। পাশ করেছে ১৪৭ জিপিএ-৫ পেয়েছে ১ জন। শামছুদ্দিন খান কারিগরি বানিজ্যিক কলেজে জিপিএ-৫ পেয়েছে ১জন।