প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ২১:০৬
শাহরাস্তিতে কালভার্ট বন্ধ করে কৃষি জমির পানি প্রবাহে বাধা
চাঁদপুরের শাহরাস্তিতে সরকারি কালভার্ট বন্ধ করে কৃষি জমির পানি প্রবাহে বাধার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের শিমুলিয়া গ্রামে সরকারি আশ্রয়ণ প্রকল্পের পাশে ওই গ্রামের জুনাব আলীর পুত্র মোঃ আবু তাহের তার মালিকীয় ভূমি ভরাট করেন। ওইসময় তিনি তার ভূমি সংলগ্ন সরকারি আশ্রয়ণ প্রকল্প ও কৃষি মাঠের পানি প্রবাহের জন্য নির্মিত কালভার্ট ভরাট করে ফেলেন। এলাকার লোকজন এ ব্যাপারে তাকে জিজ্ঞাসা করলে কোনো সদুত্তোর না পেয়ে গণসাক্ষর গ্রহণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেন।
এলাকার বাসিন্দা নাজমুল হাসান জানান, মাঠের পানি প্রবাহের জন্য সরকারি বরাদ্দে নির্মিত কালভার্ট বন্ধ করে দেয়ায় বর্ষা মৌসুমে আবাদি জমি পানিতে নিমজ্জিত হয়ে যাবে। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে।
একই গ্রামের মোঃ মাসুদ আলম জানান, কালভার্ট বন্ধ করে দেয়ায় কয়েক একর কৃষি জমি ও সরকারি আশ্রয়ণ প্রকল্পের লোকজন পানিবন্দি হয়ে যেতে পারে ।
এ বিষয়ে আবু তাহেরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তার নিজের জায়গায় সরকারি অর্থ ব্যয়ে অপরিকল্পিত কালভার্ট নির্মাণ করা হয়েছে। নিজের প্রয়োজনে তিনি উক্ত জায়গা ভরাট করছেন। এ নিয়ে যারা বাড়াবাড়ি করছে মাঠে তাদের জায়গা নেই।