শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ২০:২৯

ঝড়ের কবলে পড়ে পণ্য বোঝাই ট্রলার ডুবি

মিজানুর রহমান
ঝড়ের কবলে পড়ে পণ্য বোঝাই ট্রলার ডুবি

চাঁদপুর সদর উপজেলার আনন্দ বাজার এলাকায় মেঘনা নদীতে ১৭'শ বস্তা চিনি ও ৬০ ব্যারেল সোয়াবিন তেলসহ একটি ট্রলার ডুবে গেছে।

শুক্রবার দুপুর দুইটার সময় এ দুর্ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন পুরাণবাজারের সহদেব সাহা প্রতিষ্ঠানের ব্যবসায়ী টিটু সাহা।

এতে প্রায় ৬০ থেকে ৭০ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন সুহদেব সাহা, ত্রিনাথ ভান্ডার ও পদ্মা ভান্ডার।

এদিন সকালে নারায়ণগঞ্জ মেঘনা মিল থেকে চিনি ও সয়াবিন তেল বহন করে মোহাম্মদ আলী মাঝির ট্রলারটি চাঁদপুর নদী বন্দর এলাকার পুরান বাজার ঘাটে আসতেছিল। দুপুরে হঠাৎ শুরু হওয়া ঝড় বৃষ্টির কবলে পড়ে ট্রলারটি আনন্দবাজার এলাকায় ডুবে যায়। এ সময় ট্রলারের মাঝিরা সাঁতরিয়ে তীরে উঠে আসে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিমজ্জিত ট্রলারটি দুর্ঘটনাস্থলেই রয়েছে। সয়াবিন তেল ভর্তি ড্রামগুলো উদ্ধার সম্ভব হলেও চিনি বস্তাগুলো ভিজে নষ্ট হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়