প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২২, ২০:৩৯
৯ ফেব্রুয়ারী হাজীগঞ্জে নির্বাচিত ১১ ইউপি চেয়ারম্যানের শপথ
গত ২৬ ডিসেম্বর হাজীগঞ্জের ১১ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই সকল নব-নির্বাচিত ১১ জন চেয়ারম্যান, ৩৩ জন সংরক্ষিত নারী সদস্য ও ৯৯ জন সাধারণ সদস্যের শপথ অনুষ্ঠিত হচ্ছে আসছে ৯ ফেব্রুয়ারী। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে উক্ত শপথ গ্রহণ।
|আরো খবর
জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার, চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান-মাহমুদ-ডালিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে। যার স্মারক নং- ৪৬.৪২.১৩০০.০৩০.০০৮.০০১২২-১০৪।
খোঁজ নিয়ে জানা যায়, আগামি ৯ ফেব্রুয়ারী বুধবার সকাল ১১টায় উপজেলার রাজারগাঁও, বাকিলা, কালচোঁ উত্তর, কালচোঁ দক্ষিণ, হাজীগঞ্জ সদর, বড়কুল পূর্ব, বড়কুল পশ্চিম, হাটিলা পূর্ব, গন্ধর্ব্যপুর উত্তর, গন্ধর্ব্যপুর দক্ষিণ ও হাটিলা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ করাবেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
নব-নির্বাচিত চেয়ারম্যানদের আগামি ৩ ফেব্রুয়ারীর মধ্যে সম্পদের হিসাব বিবরণী ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের চুক্তিনামা বিধি মোতাবেক ৩’শ টাকা মূল্যমানের নন-জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগে দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে।
নব-নির্বাচিতরা চেয়ারম্যানরা হলেন : রাজারগাঁও ইউনিয়নে আলহাজ¦ আব্দুল হাদী মিয়া, বাকিলা ইউনিয়নে মিজানুর রহমান মিলন, কালচোঁ উত্তর ইউনিয়নে মানিক হোসেন প্রধানীয়া, কালচোঁ দক্ষিণ ইউনিয়নে গোলাম মোস্তফা স্বপন, হাজীগঞ্জ সদর ইউনিয়নে ইউসুফ প্রধানীয়া সুমন, বড়কুল পূর্ব ইউনিয়নে মজিবুর রহমান মজিব,বড়কুল পশ্চিম ইউনিয়নে নুরুল আমিন হেলাল, হাটিলা পূর্ব ইউনিয়নে মোস্তফা কামাল মজুমদার, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে কাজী নুরুর রহমান বেলাল, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে গিয়াস উদ্দিন বাচ্চু ও হাটিলা পশ্চিম ইউনিয়নে একেএম মজিবুর রহমান।a