শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২২, ১৯:৩৮

মামুনুল হকের মুক্তির দাবিতে খেলাফত মজলিসের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
মামুনুল হকের মুক্তির দাবিতে খেলাফত মজলিসের মানববন্ধন

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী কাসেমীসহ গ্রেপ্তারকৃত আলেম-ওলামার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে দলটি। বৃহস্পতিবার ২০ জানুয়ারি দলটির চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের চাঁদপুর জেলার সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন, সহ-সভাপতি মাওলানা আবু জাফর সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, দলটির শহর শাখার সেক্রেটারী মাওলানা নূরুল ইসলাম, যুব মজলিসের জেলা সহ-সভাপতি মুফতি নূরে আলম বক্তব্য রাখেন। তারা বলেন, আল্লামা মামুনুল হকসহ গ্রেপ্তারকৃত আলেম-ওলামার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। আলেম-ওলামা এবং সাধারণ মানুষকে হয়রানি ও গ্রেফতার করে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি ভালো হবে না। আটকদের নিঃশর্ত মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। অন্যথায় আলেম-ওলামারা ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে তারা হুঁশিয়ারি দেন। নেতৃবৃন্দ আরও বলেন, হয়রানি ও গ্রেফতার করে আলেম-ওলামাদের আন্দোলনকে ঠেকানো যাবে না। দেশের জনগণ ইসলাম ও দেশের প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত।

খেলাফত মজলিসের প্রশিক্ষণ সম্পাদক হাফেজ আব্দুল কাদেরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সদস্য আব্দুর রহিম, জেলা শাখার সেক্রেটারী মাওলানা আশেক এলাহী, মাওলানা শাহাদাত হোসাইন, নির্বাহী সদস্য হাফেজ ক্বারী রশিদ আহমদ, জেলা যুব মজলিসের সভাপতি হাফেজ নেয়ামত হুসাইনসহ বায়তুলমাল সম্পাদক মাওলানা তারেক হাসানসহ বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক ও সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়