প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২২, ১০:০৪
গীতিকার মুখলেসুর রহমান মুকুল বেঁচে নেই
অবশেষে জীবনের কাছে পরাস্ত হলেন খ্যাতিমান গীতিকার মুখলেসুর রহমান মুকুল। তিনি সোমবার দিবাগত রাত আড়াইটায় ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি গত ক'বছর ধরে চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডস্থ বাসভবনে বার্ধক্যজনিত জটিলতায় আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন।
|আরো খবর
বিভিন্ন মহলের শোক
চাঁদপুরের প্রসিদ্ধ সাংস্কৃতিক সংগঠন ললিতকলার সভাপতি, সাহিত্য একাডেমী, চাঁদপুরের কার্যনির্বাহী সদস্য, বিশিষ্ট কবি, লেখক, গীতিকার মুখলেসুর রহমান মুকুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাহিত্য একাডেমীর মহাপরিচালক কাজী শাহাদাত, জেলা স্কাউটসের সম্পাদক অজয় ভৌমিক, সপ্তসুর সংগীত একাডেমীর সভাপতি চম্পক সাহা ও অধ্যক্ষ রূপালী চম্পক, চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার ও মহাসচিব হারুন আল রশীদ সহ আরো অনেকে। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন। উল্লেখ্য, মুখলেসুর রহমান মুকুল মৃত্যুকালে স্ত্রী ও একমাত্র কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।