প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২১, ২২:১৪
চাঁদপুর সেবা সিটি সেন্টারে র্যাফেল ড্র বিজয়ীর হাতে পুরস্কর তুলে দিলেন শিক্ষামন্ত্রী
চাঁদপুর সেবা সিটি সেন্টারের মার্কেটের পণ্য ক্রয়ের উপর অনুষ্ঠিত র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়েছে। গতকাল ২৯ ডিসেম্বর বুধবার দুপুরে চাঁদপুর শহরের রেলওয়ে ফিডার রোডে প্রতিষ্ঠিত সেবা সিটি সেন্টারের নীচতলায় এই পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। এসময় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডাঃ দীপুমনি এমপি বলেন,
|আরো খবর
ব্যবসায়ীরা এই র্যাফেল ড্র করার মধ্য দিয়ে তাদের ব্যবসা প্রসারের একটি কৌশল। তবে কৌশলকে কাজে লাগাতে হবে, ক্রেতাদের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে ক্রেতা বাড়াতে হবে। আমি সব সময় আমার এলাকার ব্যসায়ীদের ভাইয়েদের সকল কাজে থাকার চেষ্টা করি। শহরকে ভাল রাখতে রাস্তা প্রসার জরুরী। এ বিষয়ে পৌর মেয়র সাহেবকে আমি বলেছি, তিনি পৌর সভার রাস্তা প্রশস্ত করনের বিষয়ে দ্রুত ব্যবস্থা । যারা পুরষ্কার পেয়েছেন তাদের প্রতি অভিনন্দন। সকলের প্রতি আহবান থাকবে দেশটাকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকলে সহযোগিতা করুন।
সেবা সিটি সেন্টারের লটারীর প্রথম বিজয়ী প্রথম পুরষ্কার গাড়ী বিজয়ী দেলোয়ারে হাতে গাড়ির চাবি তুলে দেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়াও মন্তী গাড়িটি রেজিস্ট্রেশন করে দেওয়ার জন্য সেবা হোল্ডিংএর কর্নধার সাইফুল ইসলামকে বলেন।
দ্বিতীয় পুরষ্কার মোটর সাইকেল বিজয়ী মাহি, ৫ম আরিফুল ইসলাম, ৬ষ্ঠ পুরেষ্কার বিজয়ী সৈকত।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সেবা সিটি সেন্টারের পরিচালক আলহাজ্ব ফারুক আহমেদ কাকন।
এসময় সেবা সিটি সেন্টারের পরিচালক হেলাল গাজী, প্রকৌশলী মনিরুল ইসলাম, মার্কেট মালিক সমিতি সভাপতি শাহাদাত হোসেন খান মানিক, আব্দুল মালেক, রাজন খান, বাপ্পী সাহা, ব্যাবসায়ী সমিতির ইউসুফ ভূঁইয়া, শাখাওয়াত হোসেন পলাশ, খোকন গাজী।
সার্বিক তত্তাবধানে ছিলেন সেবা সিটি সেন্টারের কর্ণধার সাইফুল ইসলাম।