প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২১, ১৪:২১
৩নং আলগী দুর্গাপুর (দঃ) ইউনিয়নে বিট পুলিশিং কমিটির সভা
হাইমচর উপজেলায় আগামী ৫ জানুয়ারি ২০২২ সালের ৪র্থ ধাপের নির্বাচনে চারটি ইউনিয়নে নির্বাচন হতে যাচ্ছে। সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে ২৬ ডিসেম্বর রোববার সকাল ১০টায় ৩নং আলগী দুর্গাপুর (দঃ) ইউনিয়ন পরিষদের ৭,৮, ৯নং ওয়ার্ডের সকল মেম্বার প্রার্থীদের নিয়ে বিট পুলিশিংয়ে কমিটির সভা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
হাইমচর থানা অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান মোল্লার নির্দেশ মোতাবেক এসআই আব্দুল মান্নান এই সভা পরিচালনা করেন। হাইমচরে ৩নং আলগী দুর্গাপুর (দঃ) ইউনিয়নে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে বিট পুলিশিং এর এই উদ্যোগকে সাধারণ জনগণ শুভ লক্ষণ মনে করছেন।
হাইমচর থানায় বিট পুলিশিং ৩নং আলগী দুর্গাপুর (দঃ) ইউনিয়ন পরিষদের নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত এসআই আব্দুল মান্নান তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ পুলিশ জনগণের সেবক, তাই সাধারণ জনগনের নিরাপত্তা দিতে নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ ছাড়াও কয়েকটি টিম কাজ করবে। উপস্থিত সাধারণ জনগনের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যদি মনে করেন ৩নং আলগী দুর্গাপুর (দঃ) ইউনিয়ন পরিষদের কোন ভোট কেন্দ্রে সমস্যা হতে পারে তাহলে হাইমচর থানা, উপজেলা প্রশাসনসহ নির্বাচনি মাঠে দায়িত্বপ্রাপ্ত সকল টিমের ফোন নাম্বার আমাদের কাছ থেকে নিয়ে যাবেন। আপনাদের ফোন/অভিযোগ পাওয়ার সাথে সাথে সমস্যার সমাধান করা হবে। তাছাড়াও তিনি প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা সবাই একই এলাকার,নির্বাচনে হার জিত থাকবেই। নির্বাচনের পরে সবাই এই এলাকাতেই বসবাস করবেন। তাই নির্বাচনে কোন প্রকার সহিংসতা না করে সাধারণ জনগনকে সুষ্ঠভাবে ভোট দেয়ার পরিবেশ তৈরি করে দিবেন। নির্বাচনে কোন প্রকার সহিংসতাকারিকে প্রশাসন ছাড় দিবে না।
সভায় উপস্থিত ছিলেন চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক বিমল চক্রবর্তী, চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, ৩নং আলগী দুর্গাপুর (দঃ) ইউনিয়ন পরিষদের ৭,৮, ৯নং ওয়ার্ডের সকল সদস্য প্রার্থীসহ এলাকার সাধারণ জনগণ।