প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২১, ১৬:০০
উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে কাতারস্থ চাঁদপুর সমিতির সভাপতির সৌজন্য সাক্ষাত
হাইমচর উপজেলায় প্রতিষ্ঠিত উপজেলা প্রেসক্লাব, হাইমচর-এর কার্যকরী কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন কাতারস্থ চাঁদপুর সমিতির সভাপতি
|আরো খবর
ফরিদগঞ্জ উপজেলার ১২নং বিশকাটালী ইউনিয়ন ৩নং ওয়ার্ডের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী কাতার প্রবাসী মোঃ মানিক সাহেব।
সৌজন্য সাক্ষাতকারলে মোঃ মানিক সাহেব উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর সদ্য সমাপ্ত হওয়া কার্যকরী কমিটির নির্বাচন গণতান্ত্রিক পন্থায় অনুষ্ঠিত হওয়ায় কার্যকরী কমিটির সভাপতি মোঃ ফারুকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ সাহেদ হোসেন দিপু পাটওয়ারী সহ কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, হাইমচরের আপামর জনতার পাশে থেকে নিরপেক্ষতা অবলম্বল করে আপনাদের সঠিক লেখনীর মাধ্যমে এই উপজেলাকে বাংলাদেশের মধ্যে একটি প্রতিষ্ঠিত উপজেলায় রুপান্তরিত করতে সহযোগিতা করবেন বলে বিশ্বাস করি। আপনারা যদি লেখনির মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ান। তাহলে আমি সকল ধরনের সহযোগিতা নিয়ে উপজেলা প্রেসক্লাব, হাইমচরের পাশে থাকবো।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দীপু, সহ-সভাপতি জিএম জহির, যুগ্ন-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক হাসান অাল মামুন, দপ্তর সম্পাদক মোঃ শরীফ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ সবুজ হোসাইন, সদস্য জাহাঙ্গীর হোসেন, সদস্য মোঃ রুবেল প্রমূখ।