প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২১, ২১:০৬
ফরিদগঞ্জে একাদশ ও দ্বাদশ পিএল কোর্স সম্পন্ন
ফরিদগঞ্জে গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ে ৫ দিনব্যাপী পেট্রোল লিডার কোর্স সম্পূর্ণ হয়েছে। ১৭ ডিসেম্বর শুক্রবার বিকেল ৩টায় গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ে কোর্সের উদ্বোধন করেন ফরিদগঞ্জ উপজেলা স্কাউট কমিশনার মোঃ মাহফুজুল হক। এ সময় তিনি বলেন, স্কাউটের ছেলেমেয়েরা অন্য আট-দশটি ছেলেমেয়ে থেকে আলাদা। তারা সুশৃঙ্খল ও উন্নত দেশ গড়ার কারিগর। স্কাউটরা সুন্দর আগামী গঠনে সহায়ক ভুমিকা পালন করবে, কারণ এরা ছোটবেলা থেকেই আত্মাত্যাগি হয়ে হড়ে উঠে।
|আরো খবর
একাদশ ও দ্বাদশ পিএল কোর্সটি বাংলাদেশ স্কাউট কুমিল্লা অঞ্চলের পরিচালনায় চাঁদপুর জেলা স্কাউটের সহযোগিতায় কোর্সটি বাস্তবায়ন করেন ফরিদগঞ্জ উপজেলা স্কাউট।
এবারের কোর্সে প্রশিক্ষক হিসেবে ছিলেন কোর্স লিডার সামছুল আমিন এলটি, উডবেজার হিতেশ চন্দ্র শর্মা, উপজেলা স্কাউট সম্পাদক উডবেজার মোঃ সফিকুর রহমান,স্কাউট লিডার উডবেজার জিয়াউর রহমান, সহকারী কমিশনার আঃ লতিফ ও মোঃ জাহিদুল ইসলাম ফাহিম সহ অন্যরা।
২৫ ডিসেম্বর দুপুরে উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৮ জন শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত ৫ দিনব্যাপী কোর্সের সমাপ্তি ঘোষণা করেন কোর্সের কোর্স লিডার মোঃ সামছুল আমিন এলটি ও হিতেশ চন্দ্র শর্মা।