শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২১, ২২:১৩

কচুয়ায় ৩৮ চেয়ারম্যান প্রার্থীসহ ৯১ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

মোহাম্মদ মহিউদ্দিন ও মেহেদী হাসান
কচুয়ায় ৩৮ চেয়ারম্যান প্রার্থীসহ ৯১ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে কচুয়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন। গতকাল রবিবার (১৯ ডিসেম্বর) ছিল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। এ দিনে চেয়ারম্যান পদে ৩৮ জন, সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে ৫ জন ও সাধারণ সদস্য পদে ৪৮ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।

বিনা প্রতিদ্বন্দীতায় ৯নং কড়ইয়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সালাম সওদাগর ও ১নং সাচার ইউনিয়নের (৭,৮ ও ৯) নং ওয়ার্ডে সংরক্ষিত ৩নং আসনে মহিলা সদস্য পদে আফিয়া খাতুন নির্বাচিত হতে যাচ্ছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১শ’৭ জন মনোনয়ন পত্র দাখিল করে। তন্মধ্যে যাচাই বাচাই শেষে ২ জনের মনোনয়নপত্র বাতিল হয়। গতকাল রবিবার ৩৮ প্রত্যাহার করলে ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৬জন প্রার্থী।

এছাড়া সংরক্ষিত আসনে ১শ ২৬ মনোনয়নপত্র দাখিল করে সকলেই বৈধতা পান। তন্মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৫জন প্রার্থী তাদের মনোনয়পত্র প্রত্যাহার করায় সর্বশেষ ১শ ২০ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এবং সাধারণ সদস্য পদে ৫শ ৬৮জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করলে যাচাই বাচাই শেষে ৫শ ৬৭জন বৈধ হন।

তন্মধ্যে প্রত্যাহারের শেষ দিনে ৪৮জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করায় ৫শ ১৯জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়