বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ২১:৫৮

মৌলভীবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম শুরু

মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম শুরু

মৌলভীবাজারে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণের মাধ্যমে নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (২০ আগস্ট ২০২৫) সকাল ৮টায় মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে নিয়োগ বোর্ডের সভাপতি এবং মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা এ কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় পুলিশ সুপার অংশগ্রহণকারী প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, "এই চাকরি কোনো দালাল বা প্রতারক চক্রের মাধ্যমে পাওয়া যাবে না। এখানে শুধুমাত্র তোমাদের মেধা ও যোগ্যতাই বিবেচনায় নেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি স্বচ্ছ, সঠিক এবং নিরপেক্ষভাবে পরিচালিত হবে—এ বিষয়ে তোমরা নিঃসন্দেহ থাকতে পারো।"

বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রাথমিক বাছাইয়ের দ্বিতীয় ধাপে Physical Endurance Test (PET)-এর ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প, হাই জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ) জাকির হোসাইন ও অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স প্রতিনিধি) মো. ইকবাল হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমানসহ নিয়োগ কার্যক্রমে নিযুক্ত মেডিকেল অফিসার এবং অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়