রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১২ নভেম্বর ২০২১, ০০:০০

মহসিন, ইকবাল, মিরান ও নাজমুল নির্বাচিত
রেদওয়ান আহমেদ জাকির ॥

ঐতিহ্যবাহী মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন ১০ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে মহসিন, ইকবাল, মিরান ও নাজমুল নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনে মোট ৯ জন প্রার্থী অংশগ্রহণ করেন। এতে আল মহসীন (ব্যালট নং-১) ৬শ’ ১৪ ভোট পেয়ে প্রথম স্থান, ইকবাল সরকার (ব্যালট নং-২) ৪শ’ ৮৯ ভোট পেয়ে দ্বিতীয় স্থান, মিরান হোসেন মিয়াজী (ব্যালট নং-৭) ৪শ’ ৭৫ পেয়ে তৃতীয় স্থান ও মোঃ নাজমুল সরকার (ব্যালট নং-৬) ৪শ’ ৫৩ ভোট পেয়ে চতুর্থ স্থান অর্জন করেছেন।

তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হারুনুর রশিদ ৪শ’ ২৩ ভোট, মোঃ জসিম উদ্দিন ৩শ’ ২৮ ভোট, ঘনশ্যাম বিশ্বাস মিথুন ২শ’ ৬১ ভোট, মোঃ সফিকুল ইসলাম ২শ’ ১১ ভোট ও মোঃ জাহাঙ্গীর মোল্লা ৩৫ ভোট পেয়েছেন।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মতলব দক্ষিণ উপজেলা সমবায় অফিসার মোঃ মুখলেছুর রহমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়