প্রকাশ : ১২ নভেম্বর ২০২১, ০০:০০
মতলব দক্ষিণ উপজেলার সর্বপ্রথম ডে-কেয়ার উচ্চ বিদ্যালয় লিটল স্কলার্স একাডেমির এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১০ নভেম্বর বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোঃ আনিছুজ্জামান মজুমদারের সভাপ্রধানে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূরুজ্জামান পাভেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালক (শিক্ষা) মোঃ জাহাঙ্গীর হোসেন খান, মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন সাগর, সমাজসেবক এমদাদ হোসেন খান, বিদ্যালয়ের পরিচালক রোটাঃ রেদওয়ান আহমেদ জাকির, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান, পরিচালক কাজী সোহেল প্রমুখ।
আরো বক্তব্য রাখেন স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির প্রধান শিক্ষক রাধেশ্যাম মণ্ডল, বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক কাউসার মিয়াজী, জোবায়ের আহমেদ তুষার, সহকারী শিক্ষক মিজানুর রহমান, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন হাবিল হোসেন অপু ও অর্পিতা দাস। মানপত্র পাঠ করে বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী মারিয়া আক্তার ও এসএসসি পরীক্ষার্থী নাঈমা ইসলাম নাভা।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ১০ম শ্রেণির শিক্ষার্থী মুরাদ হোসেন, গীতা পাঠ করেন পুষ্পিতা দাস।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মাহমুদ হাসান জুয়েল, পরিচালক শাহআলম বাদল, আমির খান, সহকারী শিক্ষক মোঃ সেলিম প্রধানীয়া, সুমন সাহা, মোঃ জয়নাল, ইমতিয়াজ আল-আমিন ভূঁইয়া, প্রমিলা সাহা, মরিয়ম আক্তার প্রমুখ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ শরীফুল ইসলাম। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।