প্রকাশ : ১২ নভেম্বর ২০২১, ০০:০০
হাইমচরে আল-আমিন আদর্শ মহিলা দাখিল মাদরাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব শাহাদাত হোসেন মাস্টার। অনুষ্ঠানে আদর্শ মহিলা দাখিল মাদরাসার সহকারী সুপার মাওঃ সিদ্দিকুর রহমানের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আলগী বাজার সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ মোঃ জিল্লুর রহমান ফারুকী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী জিএম ফজলুর রহমান। তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড হতে পারে না। আমি মনে করি, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। কারণ বড় বড় সার্টিফিকেট অর্জন করলেই সে মানুষের মত মানুষ হয় না। তার মধ্যে মনুষ্যত্ব থাকতে হবে। তার বিবেককে সঠিকভাবে কাজে লাগাতে হবে। দেশ ও দেশের স্বার্থে তার শিক্ষাকে কাজে লাগাতে হবে। সেই ব্যক্তি দেশ ও দেশের মানুষের উপকারে আসে যে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। তাই তোমাদেরকে সুশিক্ষা অর্জন করতে হবে। আমি আশা করবো তোমরা যে শিক্ষাটুকু এ মাদরাসা থেকে অর্জন করেছ তা মানুষের কল্যাণে, ইহকাল ও পরকালের জন্যে কাজে লাগাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ব্যাংক কর্মকর্তা শাহিন শাহ, আল-আমিন আদর্শ মহিলা দাখিল মাদরাসার সুপার মাওঃ মোঃ হাফিজুর রহমান, উপজেলা প্রেসক্লাব, হাইমচর আহ্বায়ক ফারুকুল ইসলাম। মাদরাসার শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন মাওঃ শহিদুল্লাহ, মাস্টার শাহ আলম, মাওঃ মনির হোসেন। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ফেরদৌসী আক্তার লুবানা এবং অধ্যয়নরত ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন মারিয়া বিনতে হাফিজ। আলোচনা সভা শেষে বিদায়ী পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওঃ জিল্লুর রহমান ফারুকী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।