প্রকাশ : ০৩ নভেম্বর ২০২১, ০০:০০
জেলের জালে মিলছে পাঙ্গাশ
চাঁদপুর সদর উপজেলার পদ্মা-মেঘনা নদীর বিভিন্নস্থানে এবার জেলের জালে অনেক পাঙ্গাশ মাছ ধরা পড়ছে। আশানুরূপ ইলিশ না পেলেও পাঙ্গাশে বেজায় খুশি জেলেরা। মা ইলিশ সংরক্ষণের ২২ দিনের অভিযান শেষে গেল ২৬ অক্টোবর থেকে গত কদিনে চাঁদপুর বড়স্টেশন মৎস্য আড়তগুলোতে প্রায় এক-দেড়শ বড় পাঙ্গাশ বিক্রি হয়েছে। ২৬ ও ২৭ অক্টোবর দুইদিনে ৪০ থেকে ৫০ মণ পাঙ্গাশ বিক্রি হয়েছে বলে জানান চেয়ারম্যানের মৎস্য আড়তের আড়তদার আলী আকবর বেপারী।
|আরো খবর
দাম নাগালের মধ্যে থাকায় ঘাটের ইলিশ ব্যবসায়ীরা, এমনকি দূর-দূরান্ত থেকে অনেক সাধারণ ক্রেতাও মাছ ক্রয় করেন। একেকটা মাছের ওজন একেক রকম। ৭-৮ থেকে ১০-১২ কেজি ওজনের পাঙ্গাশের সংখ্যা বেশি। এসব মাছ প্রতি কেজি ৬৫০ -৭০০ টাকা দামে বিক্রি হচ্ছে।
রাজরাজেশ্বর চর এলাকার জেলেরা নদীতে বেশি পাঙ্গাশ পেয়েছে এবার। কট সুতায় তৈরি ডোম জালে সুস্বাদু মাছ ধরা পড়ছে।
চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আবদুল বারী জমাদার মানিক বলেন, কার্তিক মাস পাঙ্গাশের সিজন। অন্যান্য বছরের তুলনায় এবার মাছঘাটে কিছুটা বেশি পরিমাণে বড় সাইজের পাঙ্গাশ আসছে।
চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ বলেন, মা ইলিশ রক্ষা অভিযানে অবৈধ জালের পাশাপাশি আমরা বিভিন্ন সাইজের মাছ ধরার চাঁই ধ্বংস করেছি। সেই অভিযানের সফলতা হিসেবেই ইলিশের পাশাপাশি বড় সাইজের পাঙ্গাশসহ অন্য মাছ জেলেদের জালে মিলছে বলে মনে করছি।