রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২১, ০০:০০

১০টি চিকিৎসা শিবিরের মাধ্যমে এক হাজার রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন করা হবে
অনলাইন ডেস্ক

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় ১০টি চক্ষু চিকিৎসা শিবিরের মাধ্যমে প্রায় এক হাজার নারী-পুরুষের বিনামূল্যে ছানি অপারেশন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ কর্মসূচির অংশ হিসেবে ৩০অক্টোবর (শনিবার) বি-বড়িয়া জেলার বাঞ্ছারামপুর হতে ২টি বাস যোগে ৪২জন পুরুষ ও ৩৫জন নারীকে চাঁদপুর মাজহারুল হাসপাতালে এনে ছানি অপারেশন করে ১ নভেম্বর তাদের কালো চশমা ও প্রয়োজনীয় ঔষধপত্র দিয়ে আবার দু’টি বাসে করে বাঞ্ছারামপুর পাঠিয়ে দেয়া হয়েছে। অপারেশন করার পর সবাই সুস্থ আছেন এবং যে চোখে এতেদিন দেখতে পেতেন না, বা আবছা আবছা দেখতেন তারা এখন ওই চোখে পরিষ্কার দেখতে পাচ্ছেন বলে আলাপকালে জানা যায়।

এই ক্যাম্পটি পরিচালনা এবং অপারেশনের সার্বিক দায়িত্ব পালন করেছেন এই হাসপাতালের চীফ কনসালটেন্ট ও ফ্যাকো সার্জন ডাঃ মোঃ আনোয়ার হোসেন শেখ ও তাঁর নির্দেশনায় ডাঃ মাহফুজ, মনির, কামরুল, হাবিব, মইনুল, নূর ই আলম এবং সাইদুল।

এই কর্মসুচির মাধ্যমে ৬ নভেম্বর হাজীগঞ্জ উপজেলার আহম্মদনগর এতিমখানা ও মাদ্রাসা, ২০ নভেম্বর মুন্সিগঞ্জ জেলার লৌহজং কুমারভোগ ইউনিয়ন কমপ্লেক্স, ২৭ নভেম্বর একই জেলার শ্রীনগর বেলতলী হাই স্কুল, ১১ ডিসেম্ববর কুমিল্লা জেলা সদরের হাজী আকরাম উদ্দিন হাই স্কুল, ২০ ডিসেম্বর একই জেলার দাইদকান্দি ইলিয়টগঞ্জ রা. বি. হাই স্কুল, ২৭ ডিসেম্বের মুন্সিগঞ্জ জেলার গজারিয়া আনারপুরা হাসপাতাল এবং ১ জানুয়ারি চট্টগ্রাম জেলার সন্দ্বীপের আনন্দ পাঠশালায় পরবর্তী ক্যাম্পগুলো পরিচালিত হবে বলে হাসপাতালের ম্যানেজার (অ্যামিনিস্ট্রেশন) ইঞ্জিনিয়ার শামীম খান এবং সিনিয়র পাবলিক রিলেশন অফিসার মোঃ আবু জাফর জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়