প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলার ১১নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের একটি সরকারি সড়ক দখলের অভিযোগ উঠেছে। জানা গেছে, চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব সন্তোষপুর এলাকার কালিবাজার থেকে ঝিলের পাড় মুকবুল সওদাগরের দোকান পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কটি গত দুই দশক পূর্বে সরকার নির্মাণ করে (আইডি নং ৪১৩৪৫৫০৭৮০)। কিন্তু ২৬ সেপ্টেম্বর সোমবার ওই সড়কের একটি অংশ স্থানীয় মাহমুদা বেগম ও তার ছেলে শরীফ হোসেনের বিরুদ্ধে দখলের অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দা ইউছুফ আলী, সাকিব বেপারী, হারুন, রাকিব, শিখা বেগম জানান, হঠাৎ তারা রাস্তায় বাঁশ দিয়ে রাস্তা দখল করেছে। তারা রাস্তার পাশের জমি বিক্রি করবে, তাই রাস্তা দখল করে রাস্তাসহ বিক্রি করতে এ ঘটনা ঘটায়।
বর্তমানে রাস্তা দিয়ে সাইকেল, সিএনজি অটোরিকশা, অটোবাইক, মোটর বাইকসহ সকল কিছুই চলাচল করতে পারে। রাস্তা দখল হলে মানুষ বাগানের ভিতর দিয়ে হাঁটতে হবে।
এ ব্যাপারে মাহমুদা বেগম জানান, রাস্তার জমি আমাদের নিজেদের। তাই আমরা রাস্তার অর্ধেক জমিতে বাঁশ দিয়ে বেড়া দিয়েছি।
স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান জানান, আমি এই ব্যাপারে অবগত নই। সরজমিনে দেখে ইউপি চেয়ারম্যানের সাথে আলোচনা করে সমাধান করবো।
ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান মিরাজকে একাধিকবার ফোন দিয়ে পাওয়া যায়নি।