রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

আমাদের কথা
অনলাইন ডেস্ক

মানুষের জীবনে ভাষা সাহিত্য ও সংস্কৃতির রয়েছে অপ্রতিরোধ্য প্রভাব। সে প্রভাব কখনো দ্রোহের আবার কখনো সুন্দরের। সভ্যতার সুন্দরতম ফসল হচ্ছে সংস্কৃতি, কর্মে ও চিন্তায় যার প্রতিফলনই একজন সংস্কৃতিকর্মীর মূল লক্ষ্য। ‘সংস্কৃতি মানে প্রকৃতি সংসার ও মানব সংসারের মধ্যে অসংখ্য অনুভূতির শিকড় চারিয়ে দিয়ে বিচিত্র রস টেনে বাঁচা।’

মানুষের সংস্কৃতি আছে, এমন অন্য জীবের নেই। মানুষ হিসেবে পরিচয় হচ্ছে ব্যক্তির সংস্কৃতি। সংস্কৃতির জন্যও মরণপণ যুদ্ধ করতে হয়। আর নিজের সংস্কৃতিকে রক্ষাকল্পে আমাদের রয়েছে বিসর্জন এবং আন্দোলনের বর্ণাঢ্য ইতিহাস। সেই ধারাবাহিকতায় এগিয়ে চলছে সংস্কৃতিবানদের যাবতীয় কর্মকলা।

মেঘনা ডাকাতিয়া বিধৌত চাঁদপুর জাতীয় মাছ ইলিশের শহর। ইলিশকে ঘিরে এখানে আশা, হতাশা, উৎসাহ, উত্তেজনা কোনটিরই কমতি নেই। ইলিশের সাথে দেশ-বিদেশ, দূর-দূরান্তে পৌঁছে যায় চাঁদপুরের মিঠা পানির গন্ধ। তাই ইলিশ চাঁদপুরবাসীর অহঙ্কারের অন্যতম অনুষঙ্গ।

জাটকা নিধন রোধ, মা ইলিশ রক্ষা, ইলিশ উৎপাদন বৃদ্ধি ও নদী দূষণ রোধসহ দেশের অর্থনীতিতে ইলিশের ইতিবাচকতা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হারুন আল রশীদের পরিকল্পনায় ২০০৯ সাল থেকে চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন কর্তৃর্ক ‘ইলিশ উৎসব’ উদ্যাপিত হচ্ছে।

সিলেটের যেমন চা, রাজশাহীর আম, দিনাজপুরের লিচু, তেমনি চাঁদপুরের ইলিশ একইভাবে আজ দেশের সীমা ছাড়িয়ে বিদেশেও প্রচারিত হচ্ছে। পৃথিবীর অন্যতম সুস্বাদু মাছ ইলিশের নাম উচ্চারণ মাত্রই চলে আসে চাঁদপুরের নাম, এই গৌরবের ঝা-া উড়িয়ে মূলত প্রতি বছর 'ইলিশ উৎসব' উদযাপিত হচ্ছে। জেলার সভ্য-সাধারণ থেকে আরম্ভ করে জেলে-মেছু, নৌ-মালিক এবং কৃষক সমাজ পর্যন্ত এ উৎসবের মাধ্যমে পৌঁছে যাচ্ছে ইলিশ সম্পদ রক্ষার প্রয়োজনীয় বার্তা।

জনমানুষের অংশগ্রহণ, দৈনিক পত্রিকা এবং অন্যান্য ইলেকট্রনিক সংবাদ মাধ্যমে দেশব্যাপী প্রতিবছর প্রচারিত হচ্ছে উৎসবের আনুষ্ঠানিক কর্মসূচি। তাই কখন 'ইলিশ উৎসব' চাঁদপুরের জাতীয় লোকজ উৎসব হিসেবে ঘোষিত হবে এ সংবাদ শুনতে চাঁদপুরবাসী অধীর আগ্রহে কান পেতে আছে। করোনায় সৃষ্ট বৈশ্বিক মহামারীর মহাদুর্যোগকালে সংক্ষিপ্ত পরিসরে করতে হচ্ছে ইলিশ উৎসবের ১৩ বছরপূর্তি। এতে সিনেবাজ এবং টিকে গ্রুপ স্পন্সর হওয়াটা আমাদেরকে প্রণোদিত করেছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও উৎসবকে সামনে রেখে যারা ক্রমাগত উৎসাহ দিয়ে যাচ্ছেন এবং যারা চিন্তা, শ্রম এবং পরামর্শের মাধ্যমে আমাদেরকে উজ্জীবিত করছেন তাদের সবাইকে অশেষ ধন্যবাদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়