রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ও লক্ষ্মীপুর ইউনিয়নে কার্ডধারীর মাঝে টিসিবির পণ্য বিতরণ
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ও লক্ষ্মীপুর ইউনিয়নের কার্ডধারীর মাঝে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে। গতকাল ১০ সেপ্টেম্বর শনিবার সকাল থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টিসিবির ভোজ্যতেলসহ খাদ্যপণ্য বিতরণ করা হয়। চাঁদপুর মেসার্স লক্ষ্মী ভান্ডারের ডিলারের মাধ্যমে সুলভ মূল্যে টিসিবির পণ্য সরবরাহ করা হচ্ছে।

ডিলার পরিচালক টুটুন বণিক জানান, জেলা প্রশাসনের নির্দেশনায় শুধু ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা নির্ধারিত ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড এলাকায় টিসিবির পণ্য সুন্দর এবং সুষ্ঠুভাবে বিতরণ করছি। এখন পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরণ কার্যক্রমে কোথাও কোনো সমস্যা হয়নি।

তিনি বলেন, একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি কিনতে পারবেন। প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, আর প্রতি কেজি চিনি ৫৫ টাকা ও মসুর ডাল ৬৫ টাকা দরে বিক্রি করা হয়। আশিকাটি ইউনিয়নে ১ হাজার ১শ’ ১ জনের কাছে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে।

টিসিবির পণ্য বিক্রির সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী, ইউপি সচিব আবু বক্কর মানিক, ট্যাগ অফিসার সুমন কুমার দাসসহ ইউপি সদস্যবৃন্দ।

একইদিন ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকেও এই ইউনিয়নের জন্য বরাদ্দকৃত ১ হাজার ৮শ’ ২২ জনের কাছে টিসিবির পণ্য বিক্রি করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়