প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের চরমেয়াশা গ্রামের পূর্ব পাড়ার মন্দিরগুলো সংস্কার করা একান্ত জরুরি। জানা যায়, চরমেয়াশা পূর্ব পাড়ার উপরাজ বর্মনের বাড়ি (জালো বাড়ি)-এর ৩টি মন্দির নির্মাণের পর হতে অর্থের অভাবে সংস্কার করা যাচ্ছে না। মন্দির সংস্কার কাজ করতে অনেক টাকার প্রয়োজন। এখানকার লোকজন জেলের কাজ করে কোনোরকমে জীবিকা নির্বাহ করে আসছে। তাদের এতো টাকার সংস্থান অসম্ভব। মন্দিরগুলো হচ্ছে : শ্রীশ্রী মহালক্ষ্মী মন্দির, শীতলা মন্দির ও রোজা মন্দির।
মন্দির সংলগ্ন খেয়াঘাট দিয়ে প্রতিদিন মানুষজন যাতায়াত করে। এমনকি মন্দিরে পূজা করার জন্যে পূজারীরা যাতায়াত করে থাকে। ঘাটটি পাকা করা হলে নৌকা ও ট্রলারে যাতায়াতকারী লোকজন ওঠানামা করতে দুর্ভোগের শিকার হবে না। বর্ষা মৌসুমে এ স্থান ডাকাতিয়া নদীতে ভেঙ্গে যায়।
এ ব্যাপারে উপরাজ বর্মন বলেন, আমাদের বাড়িতে যে ৩টি মন্দির রয়েছে সেগুলো সংস্কার করা জরুরি হয়ে পড়েছে। মন্দির সংস্কার করার জন্যে আমরা কখনো সরকারিভাবে কোনো অনুদান পাইনি। এমনকি মন্দিরের নিকট একটা ঘাট রয়েছে, যেটি পাকা করা প্রয়োজন। এ ব্যাপারে আমি সকলের সুদৃষ্টি কামনা করছি।