রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৯ আগস্ট ২০২২, ০০:০০

ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস পালনে সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে প্রথমে সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান, পরে উপজেলা পরিষদ চেয়ারমান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, পরবর্তীতে মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদগঞ্জ থানা, উপজেলা আওয়ামী লীগ, ফরিদগঞ্জ পৌরসভা, ফরিদগঞ্জ প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

পরে একটি শোক র‌্যালি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমুন নেছার সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মাহ্ফুজুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান খান, মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ নামজুন অনি প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়