প্রকাশ : ১৮ আগস্ট ২০২২, ০০:০০
জাতীয় শোক দিবস উপলক্ষে হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশগাঁও ডিগ্রি কলেজে রচনা, চিত্রাংকন, কুইজ, কবিতা আবৃত্তি প্রতিযেগিতা, শেখ রাসেল দেয়ালিকা প্রকাশ, তাৎপর্যপূর্ণ আলোচনা, প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, মিলাদ ও দোয়া, বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্বাগত ও সমাপনী বক্তব্য বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ আজহারুল কবীর।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মজিবুর রহমান। গীতা পাঠ করেন ইংরেজি প্রভাষক ছন্দা রাণী সাহা।
অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতির বাণী পাঠ করে শোনান একাদশ শ্রেণির ছাত্রী আয়েশা আক্তার এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান একাদশ শ্রেণির ছাত্রী ইশরাত জাহান। আলোচনায় অংশ নেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহ্ আলী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবদুস সামাদ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবদুল মান্নান, ইংরেজির প্রভাষক মোঃ আকবর হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শহীদুজ্জামান মোড়ল ও কৃষি শিক্ষা বিভাগের প্রভাষক শংকর রায়। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির ছাত্রী শান্তা আক্তার এবং স্নাতক ১ম বর্ষের ছাত্রী ফারিয়া আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক মোঃ মুজাহিদুল ইসলাম। আলোচনা শেষে অধ্যক্ষ সহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে হামদ্ নাত পরিবেশন করেন অফিস সহায়ক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান, স্নাতক ১ম বর্ষের ছাত্রী রুমা আক্তার এবং দ্বাদশ শ্রেণির ছাত্রী ফাতেমা আক্তার। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষার্থীরা অংশ নেন।