রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৮ আগস্ট ২০২২, ০০:০০

পাপ্পু মাহমুদ ॥

জাতীয় শোক দিবস উপলক্ষে হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের কাকৈরতলা জনতা কলেজে রচনা, চিত্রাংকন, কুইজ, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, শেখ রাসেল দেয়ালিকা প্রকাশ, তাৎপর্যপূর্ণ আলোচনা, প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, মিলাদ ও দোয়া অনুষ্ঠান এবং বৃক্ষরোপণসহ মধ্যাহ্ন পর্যন্ত বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান এবং সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মোজাম্মেল হক কাজল। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী অধ্যাপক বোরহান উদ্দিন।

বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ কবির হোসেন, প্রভাষক সঞ্জয় সরকার, প্রভাষক শাহাদাত হোসেন আজাদ প্রমুখ। বক্তৃতা পর্ব শেষে অধ্যক্ষসহ অতিথিবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়