প্রকাশ : ১৮ আগস্ট ২০২২, ০০:০০
জাতীয় শোক দিবস উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজে জাতীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিলো : ১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন ও কালো পতাকা উত্তোলন, সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ওপর ডকুমেন্টারি প্রদর্শনী, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, দোয়া ও মোনাজাত।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনের সভাপ্রধানে এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুক্তার আহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের দাতা সদস্য মোঃ আব্দুল মবিন প্রধান, গভর্নিং বডির হিতৈষী সদস্য মোঃ রাসেল প্রধান, উপাধ্যক্ষ মোঃ মোসলেহ উদ্দিন, সহকারী অধ্যাপক রণজিৎ বসু, কলেজের জাতীয় দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক ড. আ.ফ.ম. সাইফুর রহমান ভূঁইয়া। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর পরিবারের মাগফিরাত কামনায় এবং দেশ ও জাতির সমৃদ্ধির জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল হক।