রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১১ আগস্ট ২০২২, ০০:০০

আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজে পক্ষকালব্যাপী অভিভাবক সমাবেশ  সম্পন্ন
স্টাফ রিপোর্টার ॥

করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের শিখন ফলের ঘাটতি পুষিয়ে নিতে এবং দুর্বল শিক্ষার্থীদের গুণগত মান উন্নয়নের লক্ষ্যে আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজে পক্ষকালব্যাপী অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়েছে। শিশু শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এসব সমাবেশ অনুষ্ঠিত হয়। গত ২৩ জুলাই হতে প্রতিষ্ঠানের প্রধান ক্যাম্পাস, ছাত্রী শাখা, বাবুরহাট ও গুণরাজদী ক্যাম্পাসে অনুষ্ঠিত এসব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন একাডেমীর অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম। এসব অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন একাডেমির প্রধান ক্যাম্পাসের সহকারী প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম, ছাত্রী শাখার ইনচার্জ নাসরিন পারভীন, বাবুরহাট শাখার ইনচার্জ কাজী মোঃ জামান, গুণরাজদী শাখার ইনচার্জ ফারহানা রহমান প্রমুখ।

অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একাডেমীর অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম বলেন, করোনা মহামারিতে শিক্ষার্থীদের পড়ালেখার যে ঘাটতি হয়েছে তা পূরণ করতে আমরা বহুমুখী পদক্ষেপ হাতে নিয়েছি। এ ক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন, একজন শিক্ষার্থীর নৈতিক মানোন্নয়নে পরিবারের ভূমিকাই মুখ্য। তিনি শিক্ষার্থীদের যথাযথ তত্ত্বাবধানে আরও বেশী যত্নশীল হতে অভিভাবকদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়