প্রকাশ : ২৪ জুলাই ২০২২, ০০:০০
গত ২২ জুলাই শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁদপুর রোটারী ক্লাবের ২০২২-২০২৩ রোটাবর্ষের প্রথম অ্যাসেম্বলি ও পঞ্চম সাপ্তাহিক সভা এবং ক্লাবের ২৫০৮তম সভা অনুষ্ঠিত হয়। অ্যাসেম্বলিতে ট্রেইনার হিসেবে দায়িত্বপালন করেন রোটাঃ পিপি তমাল কুমার ঘোষ, আরএফএসএম, রোটাঃ পিপি অধ্যাপক জাকির হোসেন, আরএফএসএম এবং রোটাঃ পিপি অ্যাডঃ সাইয়েদুল ইসলাম, পিএইচএফ। মিটিং কল টু অর্ডার করে প্রেসিডেন্ট রোটাঃ খোরশেদ আলম পাটোয়ারী মাইক্রোফোন ক্লাব ট্রেইনারের কাছে হস্তান্তর করেন। তারা রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ট্রেইনিং সেশন পরিচালনা করেন। মিটিংয়ে সদ্য প্রয়াত রোটারিয়ান ও ক্লাবের সাবেক প্রেসিডেন্ট প্রকৌশলী দীনুল ইসলামের প্রয়াণে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন রোটাঃ রফিকুল ইসলাম, আরএফএসএম। সভা চলাকালীন ক্লাবের সাবেক সভাপতি রোটাঃ শেখ মঞ্জুরুল কাদের সোহেল, পিএইচএফ-এর জেঠা, বিশিষ্ট সমাজসেবক শেখ আব্দুল মান্নানের ইন্তেকালের সংবাদ আসে। তিনি চাঁদপুর রোটারী ক্লাবের ভবন নির্মাণ প্রক্রিয়ায় একজন দাতা হিসেবে সংশ্লিষ্ট ছিলেন। তাঁর নাম ফলকলিপিতে উৎকীর্ণ আছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
সভার শুরুতে সাবেক সভাপতি রোটাঃ নাসির উদ্দিন খানের নেতৃত্বে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং রোটাঃ হিরেন্দ্র দেবনাথ, পিএইচএফ রোটারী প্রত্যয় পাঠ করেন। সময়মত মিটিংয়ে উপস্থিতির জন্যে রোটাঃ কাজী মিজানুর রহমান, আরএফএসএম এবং শেষ পর্যন্ত উপস্থিতি ও সার্বিক কর্মকাণ্ডের জন্যে রোটাঃ তমাল কুমার ঘোষ পূর্ব প্রতিশ্রুত আকর্ষণীয় পুরস্কার লাভ করেন। তিন সেশনে মনোযোগী হওয়ার জন্যে রোটাঃ সাইফুল ইসলাম, রোটাঃ হিরেন্দ্র দেবনাথ ও রোটাঃ শাহানা ইসলাম লেপেল পিন লাভ করেন। রোটারিয়ান শাহানা ইসলামকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে কেক কাটা হয় ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তিনি কেক-মিষ্টি দিয়ে সবাইকে আপ্যায়িত করেন।
সেক্রেটারী রোটাঃ ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, আরএফএসএম দাতব্য চিকিৎসালয়ের রিপোর্ট প্রদান করেন এবং সার্জেন্ট অ্যাট আর্মস রোটাঃ জুয়েল হাসান উপস্থিতির পরিসংখ্যান প্রদান করেন। মোট ৬৫জন রোটারিয়ানের মধ্য থেকে ৩২ জন রোটারিয়ান ও একজন লেট উপস্থিত ছিলেন। মিটিং শেষে প্রেসিডেন্ট সবাইকে রাতের খাবারে আমন্ত্রণ জানান এবং ভাইস-প্রেসিডেন্ট রোটাঃ অ্যাডঃ নজরুল ইসলাম, পিএইচএফ ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রেসিডেন্ট পরবর্তী সভা পর্যন্ত সভা মুলতবি ঘোষণা করেন।