রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৭ জুলাই ২০২২, ০০:০০

চাঁদপুর পৌর অডিটোরিয়াম রয়েছে অযত্নে ও অবহেলায়
গোলাম মোস্তফা ॥

দীর্ঘ দেড় যুগেও শেষ হয়নি চাঁদপুর পৌর অডিটোরিয়ামের নির্মাণ কাজ। যেটুকু কাজ হয়েছে তা রক্ষণাবেক্ষণের অভাবে এখন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় অনেক কিছুই নষ্ট হয়ে যাচ্ছে। চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান প্রয়াত শফিকুর রহমান ভূঁইয়ার মেয়াদকালে চাঁদপুর শহরের নতুনবাজার এলাকায় জেএম সেনগুপ্ত রোডের পাশে ৫নং কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হরদয়াল নাগের পুকুরটি ভরাট করে ২০০৩ সালে সেখানে ৫শ’ আসনবিশিষ্ট চাঁদপুর পৌর অডিটোরিয়াম নির্মাণ কাজ শুরু করা হয়।

তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের সময়কালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী প্রয়াত আঃ মান্নান ভূঁইয়া এই অডিটোরিয়াম নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।

অডিটোরিয়ামের বাকি কাজ সম্পন্ন না হওয়ায় এটি এখন অযত্নে অবহেলায় অরক্ষিত অবস্থায় পড়ে আছে। শুরুর দিকে এ অডিটোরিয়ামের ভিত্তির কাজ করে গণপূর্ত বিভাগ। নিচ থেকে ফাউন্ডেশন দিয়ে ওপরে পিলার উঠানো পর্যন্ত কাজ করে গণপূর্ত বিভাগ। এরপর আন্তঃমন্ত্রণালয়ের সমঝোতার মাধ্যমে এটি নির্মাণের দায়িত্ব পড়ে চাঁদপুর পৌরসভার ওপর। আর এটি নির্মাণে অর্থায়নসহ তত্ত্বাবধানের দায়িত্ব ন্যাস্ত হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ওপর। দীর্ঘ সময় ধরে অত্যন্ত ধীরগতিতে কয়েক ধাপে এ অডিটোরিয়াম ভবন নির্মাণ কাজ শেষ হয়েছে প্রায় ৭-৮ বছর আগে। অডিটোরিয়ামের আনুষঙ্গিক কাজ তথা রং করা, বিদ্যুৎ সংযোগ, আসন, সাউন্ড সিস্টেম ও কারুকাজসহ সবকাজই বাকি রয়েছে। ভবনটি দীর্ঘ সময় অরক্ষিত অবস্থায় পড়ে থাকায় জানালার গ্লাস, দরজাসহ অনেক কিছুই নষ্ট হয়ে গেছে।

একটি সূত্র থেকে জানা যায়, পুরো অডিটোরিয়াম নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এলজিইডি সম্পূর্ণ রূপে নির্মাণ কাজের ব্যয়ভারের দায়িত্ব নিতে চায়। কিন্তু অজ্ঞাত কারণে চাঁদপুর পৌরসভা এই অডিটোরিয়াম নির্মাণ কাজের সকল ব্যয়ভার বহন করার অঙ্গীকারে এলজিইডির প্রস্তাবকে নাকচ করায় মূলত আর্থিক টানাপোড়েনে অবশেষে অডিটোরিয়াম নির্মাণ কাজটি হচ্ছে হবে বলে এখানো শেষ হচ্ছে না।

এ ব্যাপারে চাঁদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী এএইচএম শামছুদ্দোহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অর্থ বরাদ্দ না থাকায় অডিটোরিয়ামের বাদ বাকি কাজ করানো এতোদিন সম্ভব হয়নি। তবে পৌর অডিটোরিয়াম নির্মাণ কাজ শেষ করতে মেয়র মহোদয় যথেষ্ট আন্তরিক। আশা করা যাচ্ছে আগামী ১ বছরের মধ্যে এটি সম্পন্ন করা সম্ভব হবে।

এ বিষয়ে চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েলের সাথে কথা হলে তিনি বলেন, মূলত পৌর অডিটোরিয়াম নির্মাণ কাজের ব্যয় চাঁদপুর পৌরসভাকে করতে হবে। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে চেষ্টা করছি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। কিন্তু ফান্ডের সীমাবদ্ধতার কারণে সম্ভব হচ্ছে না। তবে এই বছর নতুন প্রজেক্ট আসছে। আমার দৃঢ় বিশ্বাস, এই প্রজেক্টের মাধ্যমে চাঁদপুরের সাংস্কৃতিক সংগঠনগুলোর বা সংস্কৃতি কর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করতে পারবো। তিনি দৃঢ়তার সাথে বলেন, সকলের দোয়া ও সহযোগিতায় ইনশাআল্লাহ প্রত্যাশার চেয়েও আমাদের প্রাপ্তিটা অবশ্যই ভালো হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়