প্রকাশ : ১৯ জুন ২০২২, ০০:০০
কচুয়া উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, শিক্ষানুরাগী ও শিল্পপতি আলহাজ্ব খোরশেদ আলম মান্নান বলেছেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা সুনাগরিক হিসেবে গড়ে উঠে সমাজ ও দেশের উন্নয়নে আত্মনিয়োগ করবে। গড়ে তুলবে আলোকিত সমাজ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে হবে একনিষ্ঠ, এটাই জাতির প্রত্যাশা। জাতির এ প্রত্যাশা পূরণে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদেরকে গড়ে তুলতে শিক্ষকদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সমাজজীবনে আজ নৈতিক অবক্ষয়ের মাত্রা বৃদ্ধি পেয়ে চলছে। তাই নৈতিক শিক্ষা অর্জনেও শিক্ষকদেরকে বিশেষ ভূমিকা রাখতে হবে। তিনি গত বুধবার মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের মাস্টারের সভাপ্রধানে এবং শিক্ষক আবুল হাসানাত ও ওমর ফারুকের যৌথ সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কড়ইয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ এনামুল হক মিন্টু ও সাধারণ সম্পাদক আবু বকর মিয়াজী, কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মমিন, মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদাউস, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মনির হোসেন সরকার, সাবেক সদস্য দেলোয়ার হোসেন মিয়াজী, পরীক্ষার্থী তরিকুল ইসলাম ও সায়মা আক্তার। অনুষ্ঠানে দোয়া-মিলাদ পরিচালনা করেন মাওঃ আবু বকর মিয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ শহীদ উল্যাহ।