রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৯ জুন ২০২২, ০০:০০

শিক্ষার্থীরা সুনাগরিক হিসেবে গড়ে উঠে সমাজ ও দেশের উন্নয়নের আত্মনিয়োগ করবে
মোহাম্মদ মহিউদ্দিন ॥

কচুয়া উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, শিক্ষানুরাগী ও শিল্পপতি আলহাজ্ব খোরশেদ আলম মান্নান বলেছেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা সুনাগরিক হিসেবে গড়ে উঠে সমাজ ও দেশের উন্নয়নে আত্মনিয়োগ করবে। গড়ে তুলবে আলোকিত সমাজ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে হবে একনিষ্ঠ, এটাই জাতির প্রত্যাশা। জাতির এ প্রত্যাশা পূরণে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদেরকে গড়ে তুলতে শিক্ষকদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সমাজজীবনে আজ নৈতিক অবক্ষয়ের মাত্রা বৃদ্ধি পেয়ে চলছে। তাই নৈতিক শিক্ষা অর্জনেও শিক্ষকদেরকে বিশেষ ভূমিকা রাখতে হবে। তিনি গত বুধবার মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের মাস্টারের সভাপ্রধানে এবং শিক্ষক আবুল হাসানাত ও ওমর ফারুকের যৌথ সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কড়ইয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ এনামুল হক মিন্টু ও সাধারণ সম্পাদক আবু বকর মিয়াজী, কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মমিন, মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদাউস, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মনির হোসেন সরকার, সাবেক সদস্য দেলোয়ার হোসেন মিয়াজী, পরীক্ষার্থী তরিকুল ইসলাম ও সায়মা আক্তার। অনুষ্ঠানে দোয়া-মিলাদ পরিচালনা করেন মাওঃ আবু বকর মিয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ শহীদ উল্যাহ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়