রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৭ জুন ২০২২, ০০:০০

চাঁদপুর কণ্ঠ শুধুই একটি সংবাদ মাধ্যম নয়
অনলাইন ডেস্ক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সমগ্র বিশ্বকে ভাবনায় রাখছে। এই যুদ্ধহেতু বিশ্বের রাজনীতি, অর্থনীতি সমাজনীতিতে নতুন আঙ্গিকে রূপের পালাবদল হচ্ছে। স্বাভাবিকভাবে এর পক্ষে-বিপক্ষে তুমুল আলোচনা সমালোচনার খৈ ফুটছে। অর্থনৈতিক মোড়লরা নিজেদের ক্ষমতালাভের হিস্যাটুকু ঘরে তোলার জন্যে উঠে পড়ে লেগেছে। এদিকে সাধারণ মানুষ দৈনন্দিন জীবন-যাপনে অর্থনৈতিক যাঁতাকলে হিমশিম খাচ্ছে। মানবতাণ্ডনৈতিকতার বুলি আওড়িয়ে দুর্বল রাষ্ট্রকে গ্রাস করে তছনছ করা কর্তাবাবুরা এখন নতুন মোড়কে মানবতার পাশে থাকার আহ্বানে অস্ত্র বিক্রির মোক্ষম সুযোগ কাজে লাগিয়ে যুদ্ধের ডামাডোলে প্রতিনিয়ত ঘি ঢালছে। তাদের লেজুড়বৃত্তিক মিডিয়াগুলো বিভিন্ন তথ্য-উপাত্তের কলা-কৌশল জাহির করে অস্ত্র কেনা বেচায় দালালি করছে। যেমনটা আমাদের দেশের গরুর হাটে দেখা যায় করিৎকর্মা দালাল। বিশ্ব মিডিয়া মোড়লরাও আর্থিকভাবে পুষ্ট হওয়ার জন্যে দালালি এমন পর্যায়ে করছে, সচেতন পাঠক মাত্রই অনুধাবন করতে পারেন।

বাংলাদেশের মিডিয়া জগতও এর ব্যতিক্রম নয়। টিভি পর্দায় সয়লাব কথার খৈ ফুটানো ‘টক শো’র টক-ঝাল-মিষ্টি কথোপকথন। প্রিন্ট মাধ্যমগুলোও ‘কলাম’ লিখনের মাধ্যমে জানান দেয় তোষামোদির বার্তা। এদের মধ্যে স্বল্প সংখ্যক মিডিয়া আছে, যারা তাদের নিরপেক্ষতা, সরলতা, জনমনের মন মানসিকতায় সর্বাধিক সচেষ্ট থাকার আপ্রাণ চেষ্টারত। নিজেদের অনৈতিক গড্ডালিকায় আবৃত করতে না পারায় অনেক মিডিয়া প্রতিষ্ঠান অর্থনৈতিক যাঁতাকলে পিষ্ট হয়ে হাবুডুবু খাচ্ছে। তথাপিও নিজেদের বাহু টাকার মোড়লদের খামচে ধরতে দেন না। স্থানীয় সংবাদ বা মিডিয়া হাউজগুলোও যোজন-বিয়োজনে দোদুল্যমান। এখানেও আছে পক্ষপাতিত্বের মহড়া। টাকার মোহে সংবাদের অস্তিত্ব অস্তিত্বহীন হয়ে পড়ার নানা কথনের -কথন! ইদানীং চাঁদপুরে স¦শাসিত, স্বায়ত্তশাসিত, দাতব্য প্রতিষ্ঠানগুলোতে চলছে নিখুঁত মুন্সিয়ানায় দালালির পরিক্রমায় দলাদলি। সর্বজনবিদিত প্রতিষ্ঠানগুলোতে এখন ব্যক্তি/গ্রুপিংয়ের বলয় স্পষ্ট হওয়ায় জনসাধারণের মনে অসন্তুষ্টির উদ্রেক হচ্ছে। এই উদ্রেক প্রশমিত ও গ্রহণযোগ্য করার জন্য স্থানীয় সংবাদ পত্রের জোরালো ভূমিকা দেখতে চায় সৌহার্দ্য-সম্প্রীতির সচেতন সমাজ।

চাঁদপুরের সংবাদপত্র ও সাংবাদিকদের একটি বড় অর্জন তারা সময়ের প্রয়োজনে এক কাতারে সামিল হন। এটা নিঃসন্দেহে ভালোর ভালো দিক। এই ভালো দিকটি প্রত্যাশা করে সাধারণ জনগণ সংবাদ পরিবেশনের ক্ষেত্রেও। দেখা যাচ্ছে ‘সংবাদটি এক’ হলেও একেক পত্রিকায় একেকভাবে পরিবেশন করছে। একটি ভালো লিড নিউজ স্বার্থের দ্বন্দ্বে দায়সারা পর্যায়ে পরিবেশন করে। দেখা যায় একটি চাক্ষুষ ঘটনা একজন সংবাদকর্মী এমনভাবে উপস্থাপন করে, যার প্রকৃত ঘটনার সাথে গরমিল। অপর পক্ষের বক্তব্য উপেক্ষিত থাকে। ভুক্তভোগী পরবর্তীতে সংবাদের পাল্টা বিবৃতি দেয়। পাল্টা বিবৃতিতে মূলত সংবাদপত্রের বস্তুনিষ্ঠতা প্রশ্নের সম্মুখীন হতে হয়। এতে করে ওই সংবাদপত্রের প্রতি সচেতন পাঠক আগ্রহ হারিয়ে ফেলেন। পাঠকের বিমুখতায় স্থানীয় অনেক পত্রিকা সাধারণ আলোচনায় আসতেও সক্ষম হয় না। বহুবিধ কারণের মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো-সঠিক সংবাদ প্রচারে অক্ষমতা।

চাঁদপুর কণ্ঠের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন যেনো চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত স্বয়ং। চাঁদপুর কণ্ঠ সম্পাদকীয় কলাম এবং সংবাদের গুরুত্ব প্রচারে শীর্ষে-সেটা হলফ করে বলতে পারি। তবে আগামীতে সংবাদের ‘তীব্র প্রতিবাদ’ লেখা যাতে চোখে না পড়ে, পড়তে না হয়। এ ক্ষেত্রে সংবাদের বস্তুনিষ্ঠাতায় চাঁদপুর কণ্ঠ পরিবার বীরদর্পে এগিয়ে যাবে-এই প্রত্যাশা করছি। কৃষিকণ্ঠ বিভাগ ধারাবাহিক প্রকাশিত হলে কৃষিনির্ভর পাঠক উপকৃত হবে। পরিশেষে বলব, চাঁদপুর কণ্ঠ শুধুই একটি সংবাদ মাধ্যম নয়, এর সাথে জড়িয়ে আছে চাঁদপুরের শিল্প, সংস্কৃতি ও সমাজনীতি। নিবিড়ভাবে যুগসন্ধিতে চাঁদপুর কণ্ঠ আছে শিল্প সাহিত্যের দিকপালের অগ্রণী ভূমিকায়। সর্বোপরি পাঠক সমাজের আবেগ-ভালবাসায় ঋদ্ধ।

মোখলেছুর রহমান ভূঁইয়া : লেখক ও সাহিত্যানুরাগী; স্বত্বাধিকারী, ভূঁইয়া সুপার মার্কেট, মেসার্স ভুঁইয়া এন্টারপ্রাইজ, বাবুরহাট, চাঁদপুর। মোবাইল ফোন : ০১৭৩১১৬০৮৭৫।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়