রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৭ জুন ২০২২, ০০:০০

জয়তু ‘চাঁদপুর কণ্ঠ’
অনলাইন ডেস্ক

আজ চাঁদপুর কণ্ঠের শুভ জন্মদিন। আজ থেকে ২৮ বছর আগে ১৭ই জুন ১৯৯৪ সালে এই পত্রিকাটির যাত্রা শুরু হয়েছিল। হাঁটি হাঁটি পা পা করে শৈশব, কৈশোর অতিক্রম করে আজ চাঁদপুর কণ্ঠ ভরা যৌবনপ্রাপ্ত। প্রথম প্রকাশের সময় পত্রিকাটি ছিলো ছোট কলেবরে ট্যাবলয়েড্ আকারের এবং সাপ্তাহিক পত্রিকা হিসেবে। প্রচার ও প্রসারের ফলে সময়ের সাথে তাল মিলিয়ে আজ ‘চাঁদপুর কণ্ঠ’ বহুল প্রচারিত দৈনিক পত্রিকার মর্যাদা নিয়ে এগিয়ে চলেছে স্ব-মহিমায়। দুই যুগ অতিক্রম করে আজ জনপ্রিয়তার শীর্ষে অবস্থান পত্রিকাটির।

আমার অত্যন্ত প্রিয় এই পত্রিকাটি। যার কারণে জন্মদিনের শুভেচ্ছা না জানিয়ে পারলাম না। চাঁদপুর কণ্ঠকে সবচেয়ে আকৃষ্ট করে পত্রিকাটির নিরপেক্ষ বস্তুনিষ্ঠ খবর। প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট ইকবার-বিন-বাশার ভাইয়ের নিরপেক্ষ দূরদর্শী প্রচেষ্টার সাথে প্রধান সম্পাদক কাজী শাহাদাত ভাইয়ের সার্বিক সহায়তায় আজ চাঁদপুর কণ্ঠ সবার কাছে একটি গ্রহণযোগ্য পত্রিকার স্থান পেয়েছে। না বললেই নয়, সাথে রয়েছে একঝাঁক বস্তুনিষ্ঠ সাংবাদিক। যাদের অক্লান্ত পরিশ্রমে চাঁদপুরবাসী তথা বিভিন্ন জেলার মানুষও সমগ্র দেশের আনাচে কানাচের খবর পাচ্ছে পত্রিকাটির মাধ্যমে। সব কিছু মিলিয়ে রয়েছে পত্রিকাটিার পরিপূর্ণতা। পত্রিকাটির বেশ কিছু আকর্ষণও রয়েছে, যা পাঠক মনকে উজ্জীবিত করে। যেমন : শিশুকণ্ঠ, শিক্ষাঙ্গন, পাঠক ফোরাম, ক্রীড়াকণ্ঠ, চিকিৎসার বিষয়ে নানাবিধ আলোচনা ও পরামর্শ মানুষের মনে গভীরভাবে রেখাপাত করে। এ কারণে মানুষ এ পত্রিকাটি পড়ার জন্যে উৎসুক থাকে।

সবচেয়ে প্রধান যে কথাটি না বললেই নয়, তা হলো কোনো দলের প্রাধান্য অন্য দলের অকাট্য সমালোচনা এ পত্রিকায় পাওয়া যায় না। এই নিরপেক্ষতাতেই উজ্জীবিত হয়েছে ‘চাঁদপুর কণ্ঠ’। শিক্ষার্থীদের মেধা-মানসিকতা যাচাইয়ের লক্ষ্যে প্রায়শই গ্রহণ করা হয় সাক্ষাৎকার। খেলাধুলার প্রতি উৎসাহিত করা হয় নতুন প্রজন্মের খেলোয়াড়দের, সম্মান জানানো হয় প্রাক্তন খেলোয়াড়দের। মেধা তৈরির লক্ষ্যে ২০০৯ সাল থেকে নিয়মিত চলে আসছে বিতর্ক প্রতিযোগিতা। প্রতি বছর তৈরি হচ্ছে অদম্য মেধাবী বিতার্কিক। কাজী শাহাদাত ভাইয়ের পরিচালনায় চাঁদপুর কণ্ঠ-পাঞ্জেরী বিতর্ক অনুষ্ঠানটি পেয়েছে এক অনাবিল উৎসবের ছোঁয়া। বিতার্কিকরা উৎসুক থাকে এই অনুষ্ঠানটির জন্যে।

প্রতিদিন সকালে ‘চাঁদপুর কণ্ঠ’ পত্রিকাটি পড়া আমার কাছে একটি নেশায় পরিণত হয়েছে। আমি প্রতিদিন দু-তিনটি পত্রিকা পড়ি। তার মধ্যে চাঁদপুর কণ্ঠ অন্যতম। স্থানীয় পত্রিকা হিসেবে ‘চাঁদপুর কণ্ঠ’ সত্যিই অনবদ্য। কোনো কারণে পত্রিকা বিলিকারক যদি এই পত্রিকাটি না দেন আমার বেশ খারাপ লাগে। এটি আমার কাছে অত্যন্ত প্রিয় একটি পত্রিকা। প্রতিদিন বিভিন্ন খবরের সম্ভার নিয়ে যখন আমাদের কাছে হাজির হয় পত্রিকাটি, তখন মন ভরে যায়।

সবশেষে সম্পাদক-প্রকাশক, প্রধান সম্পাদক ও সাংবাদিকদের ধন্যবাদ ও শুভ কামনা জানিয়ে প্রার্থনা রইলো ‘চাঁদপুর কণ্ঠ’ তার চলার পথে শতবর্ষে পরিণত হোক স্বচ্ছ, সুন্দর ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায়। জন্মদিনের শুভেচ্ছা ‘চাঁদপুর কণ্ঠ’ তোমাকে।

লেখিকা : কল্পনা সরকার, অবসরপ্রাপ্ত শিক্ষিকা, পুরাণবাজার বাণিজ্য উচ্চ বিদ্যালয়, পুরাণবাজার, চাঁদপুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়