প্রকাশ : ১৭ জুন ২০২২, ০০:০০
প্রায় দু’ দশক আগে দৈনিক চাঁদপুর কণ্ঠের যাত্রা শুরু। সে থেকে আমি পঠক ও গ্রাহক। তবে বেশ কয়েক বছর ধরে মাঝে মাঝে প্রবন্ধ/কলাম লিখছি এই পত্রিকায়। এর প্রকাশক, সম্পাদক, কর্মচারী, ক্রেতাণ্ডবিক্রেতা ও পাঠক সকলের প্রতি আমি কৃতজ্ঞ। মাঝে-মধ্যে আমার একান্ত পরিচিত কেউ কেউ আমার প্রবন্ধ পাঠান্তে আমাকে মোবাইল ফোনে ধন্যবাদ জানায়। তাদের প্রতি রইল আমার অনেক ভালবাসা।
চাঁদপুর কণ্ঠের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এই পত্রিকার সঙ্গে যুক্ত সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং শ্রদ্ধা। চাঁদপুর কণ্ঠ বেঁচে থাকুক দীর্ঘদিন, তার সাথে বেঁচে থাকুক তার সততা, সাহস ও দর্শন, যাতে সমাজ বদলে কাঙ্ক্ষিত সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হয়।
অধ্যাপক মোঃ হাছান আলী সিকদার
সভাপতি, চাঁদপুর জেলা জাসদ;
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা,
চাঁদপুর জেলা শিক্ষক নেতা,
সমাজ ও রাজনীতিবিশ্লেষক।