রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৬ জুন ২০২২, ০০:০০

উপস্থিত বক্তৃতায় জেলায় প্রথম নাগদা সপ্রাবির শিক্ষার্থী আদিব
রেদওয়ান আহমেদ জাকির ॥

মতলব দক্ষিণ উপজেলার নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আরাফ রহমান আদিব উপস্থিত বক্তৃতায় জেলায় প্রথম হয়েছে। ১৪ জুন মঙ্গলবার জেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা চাঁদপুর রেলওয়ে আক্কাছ আলী রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

জানা যায়, ওই শিক্ষার্থী মতলব দক্ষিণ উপজেলায় আন্তঃ প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপস্থিত বক্তৃতা ও চিত্রাঙ্কন বিভাগে প্রথম হয়ে জেলায় অংশগ্রহণের সুযোগ পায়। সেখানে উপস্থিত বক্তৃতায় প্রথম হয়ে চট্টগ্রামে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

উপস্থিত বক্তৃতায় জেলা পর্যায়ে প্রথম হওয়া কৃতী শিক্ষার্থী আরাফ রহমান আদিবের মা আফরোজা আক্তার ওই বিদ্যালয়েরই সহকারী শিক্ষিকা ও বাবা মোঃ মিজানুর রহমান মতলব বাজারের গার্মেন্টস ব্যবসায়ী। তার বাড়ি নায়েরগাঁও উত্তর ইউনিয়নের কাচিয়ারা গ্রামে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল কুমার দে বলেন, লেখাপড়ার পাশাপাশি আদিব বরাবরই সহশিক্ষা কার্যক্রমে ভালো করে আসছে। আমার আশা, উপস্থিত বক্তৃতায় পরবর্তীতে ভালো ফলাফল করে সুনাম বয়ে আনবে আদিব। এছাড়া সে চিত্রাঙ্কনেও ভালো করে থাকে।

একমাত্র সন্তানের সাফল্যে আদিবের মা-বাবা আল্লাহর কাছে শোকরিয়া জ্ঞাপন করে বলেন, বিদ্যালয়ের শিক্ষকদের অনুপ্রেরণা ও সকলের দোয়ায় আমাদের ছেলে সহশিক্ষা কার্যক্রমে ভালো করেছে। আপনারা আমাদের সন্তানের লেখাপড়ার জন্য দোয়া করবেন।

প্রতিযোগিতা শেষে বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়