প্রকাশ : ১৬ জুন ২০২২, ০০:০০
কয়েকদিন ধরেই তীব্র তাপমাত্রায় চাঁদপুরের জনজীবন হয়ে উঠেছিল অতিষ্ঠ। বৃষ্টির প্রত্যাশায় আকাশে চেয়ে থাকলেও দেখা মেলেনি বৃষ্টিপ্রসূ মেঘের। গুমোট আবহাওয়ায় বুধবার দুপুর পর্যন্ত ছিল অসম্ভব গরম। বিকেল সোয়া ৪টার পর আকাশ মেঘলা হয়ে নেমে আসে স্বস্তির বৃষ্টি; সাথে তুমুল বজ্রপাত। ঝোড়ো বৃষ্টিতেই প্রকৃতি জানিয়ে দিল আজ পহেলা আষাঢ়। প্রায় আধাঘণ্টার ঝড়-বৃষ্টিতে মুহূর্তের মধ্যে ছন্দপতন ঘটে শহরবাসীর।
বর্ষার আগমনে প্রকৃতিতে এসেছে সবুজের আবহ। ফুটেছে বর্ষারানি কদম। কদম ফুলের গন্ধে মৌ মৌ করছে চারিপাশ। প্রকৃতি সেজেছে বর্ষার রূপে। ছবি ও প্রতিবেদন : মিজানুর রহমান।