বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ১৫ জুন ২০২২, ০০:০০

বাকিলায় বাবা-ছেলের দ্বন্দ্বে বসতঘর ভাংচুরের অভিযোগ
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের বাখরপাড়ায় সম্পত্তিগত ও পারিবারিক বিরোধে বাবা-ছেলের দ্বন্দ্বে বসতঘর ভাংচুরের অভিযোগ পাওয়া উঠেছে। সোমবার সকালে ঘটনাটি ঘটে ওই গ্রামের নতুন প-িত বাড়িতে।

ভাড়া করা লোক দিয়ে বসতঘর ভাংচুরের অভিযোগ করেন ছেলে সাইফুল ইসলাম। তবে বাবা দুলাল মিজি বলেন, আমার ছেলের অভিযোগ মিথ্যা। নলকূপ বসানো নিয়ে এমন ঘটনার সূত্রপাত।

সাইফুল ইসলাম জানান, আমি বাড়িতে আমার অংশে একটি নলকূপ বসানোর জন্যে লোক আনি। নলকূপের মালামাল বাড়িতে রেখে ব্যক্তিগত কাজে অন্যত্র চলে যাই। এ সময় আমার বড় ভাইয়ের স্ত্রী নলকূপ স্থাপনে বাধা দেন। এরপর তার নিকট আত্মীয়-স্বজনসহ ২০ থেকে ২৫ জন লোক এসে আমার বসতঘরে হামলা ও ভাংচুর করেন।

সাইফুল ইসলাম আরো বলেন, আমার বাবা ও বড় দুই ভাইয়ের সাথে সম্পত্তিগত ও পারিবারিক বিরোধ রয়েছে। এই বিরোধের সূত্র ধরে তারা আমার নলকূপ স্থাপনে বাধা দেন।

ছেলের অভিযোগ অস্বীকার করে সাইফুল ইসলামের বাবা দুলাল মিজি জানান, আমার সকল সম্পত্তি (ভূমি) সন্তানদের দিয়ে দিয়েছি। আমার নামে সামান্য কিছু সম্পত্তি রয়েছে। অথচ আমার ছোট ছেলে সাইফুল ইসলাম জোর-জবরদস্তি করে আমার ও আমার বড় দুই ছেলের সম্পত্তি দখল করে আছে। এ নিয়ে সালিসি বৈঠকের মাধ্যমে যার যার সম্পত্তির সীমানা নির্ধারণ করা হয়েছে। তারপরও সে বড় ছেলের সম্পত্তিতে কল (নলকূপ) বসাচ্ছে।

ভাংচুর ও হুমকি-ধমকির বিষয়ে তিনি বলেন, সে নিজে তার বসতঘর ভাংচুর করেছে-এ রকম অনেক সাক্ষী এলাকায় রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়