বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ০৯:১১

রিয়াদ বাংলাদেশ দূতাবাসে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মো. জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব থেকে
রিয়াদ বাংলাদেশ দূতাবাসে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বাংলাদেশ দূতাবাস রিয়াদের উদ্যোগে এসএসসি ও এইচএসসি-২০২৪ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং ও লেভেল, এ লেভেলে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৬ নভেম্বর রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের মিলনায়তনে কৃতী শিক্ষার্থীদের এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স এস এম রাকিবউল্যা সভাপতিত্ব করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘বিদেশের মাটিতে এই অনন্য এবং অনুপ্রেরণামূলক অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ছাত্র-ছাত্রীদের এই অর্জন ভবিষ্যৎ আলোকিত করতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করছি। এ ধরনের অনুষ্ঠান ভবিষ্যৎ প্রজন্মের জন্যে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে'।

তিনি আরো বলেন, আজকের এই ছাত্র-ছাত্রীরা পৃথিবীর যে প্রান্তেই লেখাপড়া করুক না কেন, তাদের সকলের কাছে এই নিবেদন থাকবে, তারা দেশে ফিরে গিয়ে দেশ বিনির্মাণে এই অর্জিত জ্ঞান কাজে লাগাবেন।

অনুষ্ঠানে বাংলাদেশ কারিকুলাম অনুযায়ী পরিচালিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের বাংলা শাখায় এসএসসির ৪ জন এবং এইচএসসির ১২ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

অপরদিকে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ (ইংলিশ সেকশন )-এর ও লেভেল এবং এ লেভেলের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ৮ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। এ সময় রিয়াদ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়