প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ০৯:০৭
মাদকের এমন চিত্র বড্ড ভয়াবহ
‘লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক’। একটি সংবাদের এমন শিরোনামই একটি এলাকার মাদকের ভয়াবহ চিত্র বোঝার জন্যে যথেষ্ট। সংবাদটি গতকাল চাঁদপুর কণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। সংবাদটিতে এম রহমান লিখেছেন, চাঁদপুর সদরে জেলা টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণ মাদক ও মাদক বিক্রির সরঞ্জামসহ শাহজাহান গাজী (৫৫), তার ছেলে ফয়েজ (২৫) ও পারভেজ গাজী (২২)কে গ্রেপ্তার করা হয়েছে। ২৬ নভেম্বর মঙ্গলবার ভোর ৬টার দিকে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল উনিয়নের শ্রীরামপুর গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সেনাবাহিনী ও পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহজাহান গাজী শ্রীরামপুর বহরিয়া বাজার এলাকার গাজী বাড়ির হাকীম গাজীর ছেলে।
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার জানান, লক্ষ্মীপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে টাস্কফোর্সের অভিযানে ৩ জন আসামী গ্রেপ্তার ও গাঁজা ৪৫০ গ্রাম, ইয়াবা ১২৮ পিচ, ডিজিটাল মেশিন ১টি, মোবাইল ১০টি, ১৬ হাজার ১১০ টাকা জব্দ করা হয়। আসামীদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ অন্য কর্মকর্তা, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে মঙ্গলবার ভোরে যৌথ বাহিনীর সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে টাস্কফোর্সের মাদকবিরোধী অভিযানটি স্মরণকালের অন্যতম সফল অভিযান বললে অত্যুক্তি হবে না। রেকি (সূক্ষ্ম প্রাক-পর্যবেক্ষণ) করে টাস্কফোর্স যে অভিযান চালালো, তাতে একজন পিতা ও তার ঔরসজাত দুপুত্র মাদক ও বিপুল পরিমাণ সরঞ্জাম সহ আটক হয়েছে। বহুমাত্রিক সফলতায় অভিযানটি তাই স্মরণীয়। কিন্তু তাতে লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন সহ সংলগ্ন এলাকার, এমনকি চাঁদপুরে মাদকের ভয়াবহ চিত্রই প্রকাশ পেয়েছে। মাদক ব্যবসাকে কতোটা লাভজনক(!) ভেবে একজন শাহজাহান গাজী তার যুবক দুছেলেকে বৈধ ও গ্রহণযোগ্য পেশায় না দিয়ে নিজের মাদক ব্যবসার সহযোগী করতে পারে সেটা ভাবতেই সচেতন মানুষকে শিউরে উঠতে হয়। আমরা জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ সহ অন্য বাহিনীর সম্পৃক্ততায় টাস্কফোর্সের সর্বাত্মক অভিযানে চাঁদপুরকে মাদকমুক্ত করার ধারাবাহিক পদক্ষেপ প্রত্যাশা করছি।