প্রকাশ : ১৫ জুন ২০২২, ০০:০০
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দু’জন নেতা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের সাধারণ শিক্ষার্থীরা। ১৩ জুন সোমবার বেলা ১২টার দিকে চাঁদপুর শহরের বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদ সম্মুখস্থ শপথ চত্বরে এ কর্মসূচি পালন করে তারা। শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে এ বিক্ষোভে অংশ নেয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারী পুরানবাজার ডিগ্রি কলেজের একাদশ প্রথম বর্ষের শিক্ষার্থী মোঃ নাইম ও আঃ গফুর বলেন, ভারতের এই বিজেপি হিন্দুত্ববাদী সরকার এবং তাদের নেতৃবৃন্দ প্রায়শই মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটূক্তি করে এবং মুসলিমদের অবমাননা করে কথা বলে। এর প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করছি। পৃথিবীর সকল মুসলিমের প্রতি আহ্বান জানাই তারা যেন ভারতসহ যে রাষ্ট্রই এমন আচরণ করবে তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করে। বিশ্ব মুসলিম এক হয়ে তারা যেন সকল অশান্তি সৃষ্টিকারীর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। শিক্ষার্থীরা হযরত মুহাম্মদ (সাঃ)-এর প্রতি কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।