রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৫ জুন ২০২২, ০০:০০

পুরানবাজার ডিগ্রি কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
স্টাফ রিপোর্টার ॥

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দু’জন নেতা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের সাধারণ শিক্ষার্থীরা। ১৩ জুন সোমবার বেলা ১২টার দিকে চাঁদপুর শহরের বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদ সম্মুখস্থ শপথ চত্বরে এ কর্মসূচি পালন করে তারা। শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে এ বিক্ষোভে অংশ নেয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারী পুরানবাজার ডিগ্রি কলেজের একাদশ প্রথম বর্ষের শিক্ষার্থী মোঃ নাইম ও আঃ গফুর বলেন, ভারতের এই বিজেপি হিন্দুত্ববাদী সরকার এবং তাদের নেতৃবৃন্দ প্রায়শই মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটূক্তি করে এবং মুসলিমদের অবমাননা করে কথা বলে। এর প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করছি। পৃথিবীর সকল মুসলিমের প্রতি আহ্বান জানাই তারা যেন ভারতসহ যে রাষ্ট্রই এমন আচরণ করবে তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করে। বিশ্ব মুসলিম এক হয়ে তারা যেন সকল অশান্তি সৃষ্টিকারীর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। শিক্ষার্থীরা হযরত মুহাম্মদ (সাঃ)-এর প্রতি কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়