প্রকাশ : ০৯ মে ২০২২, ০০:০০
ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন চাঁদমুখ। গত ৩০ এপ্রিল শনিবার সকাল ১১ টায় চাঁদপুর শহরের লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাঁদমুখের সভাপতি শেখ মহিউদ্দিন রাসেলের সভাপতিত্বে এবং শিক্ষা ও আইসিটি সম্পাদক শিক্ষক শওকত হোসেন দিপুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, চাঁদমুখের সংগঠনের উপদেষ্টা সোহেল রুশদী। তিনি বলেন, চাঁদপুরে চাঁদমুখ একটি সুসংগঠিত সংগঠন। সামাজিক ও মানবিক কল্যাণে চাঁদমুখ নিরলসভাবে কাজ করছে। এই সংগঠনটি সুবিধাবঞ্চিত পথশিশু, স্কুল শিক্ষার্থীসহ সকল কল্যাণমূলক কাজ করে যাচ্ছে। সংগঠনটি সভাপতি শেখ মহিউদ্দিন রাসেলের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। প্রতিবছরের ন্যায় এবারও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিশুদের নতুন পোশাক দিয়েছি। শিশুদের মন সবসময় ব্যাকুল থাকে ঈদে নতুন কাপড় পরার। আমাদের সকলের উচিত আশেপাশে বসবাসরত মানুষের দিকে একটু খেয়াল রাখা। আমাদের একটু মানবিকতা সোনার বাংলা গঠনে অপরিহার্য ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকার ও সংগঠনের উপদেষ্টা আতাউর রহমান পাটোয়ারী, লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোর্শেদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ফিরোজ আলম প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদমুখের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ শিশির, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক মুন্সি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়ালীউল্লাহ ঢালী, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ, নির্বাহী সদস্য তাসলিমা মুন্নি প্রমুখ।