প্রকাশ : ০৮ মে ২০২২, ০০:০০
ফরিদগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুশিক্ষা ও সামাজিক সংগঠন প্রজ্জ্বলনের আয়োজনে ছিন্নমূল শিশুদের হাতে ঈদে আনন্দের মাত্রা বাড়িয়ে দিতে নতুন পোশাক তুলে দেয়া হয়।
৩০ এপ্রিল শনিবার দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্বরে এই ঈদ উপহার বিতরণ করা হয়। প্রজ্জ্বলনের প্রতিষ্ঠাতা খাদিজা তাসনীমের পরিচালনায় ও সদস্য সচিব শামীম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি)র চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল।
সংগঠনের পরিচালকদের ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের শিশু আগামী দিনের কর্ণধার। তাই তাদের কল্যাণার্থে ও সুস্থ মানসিকতার বিকাশে সর্বস্তরের সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। এসব পথশিশু ঈদের আগে নতুন, ভালো এবং উন্নতমানের জামা কাপড় পেয়ে খুশিতে আর মহানন্দে হন আত্মহারা। পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক চাহিদা পূরণে সবসময় অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে আমি আছি এবং আগামীতেও থাকবো।
ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম (রিপন), ফরিদগঞ্জ বর্ণমালা কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক মামুন হোসাইন, দৈনিক আজকের পত্রিকার সংবাদদাতা গাজী মমিন, মেঘনা বার্তার সংবাদাতা আবদুল কাদির, সংবাদ সারাবেলার সংবাদদাতা জসিম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শান্ত, প্রজ্জ্বলনের শিক্ষক প্রতিনিধি তৌহিদুর রহমান রণি, জাহিদুল ইসলাম রাসেল, তাহসিন মিলন, শাকিল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, সমাজের মানুষদের একটা বড় অংশ যখন নিজেদের নিয়ে ব্যস্ত, তখনই ফরিদগঞ্জে কয়েকজন তরুণ শিক্ষার্থী মিলে গড়ে তুলেছেন সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণার্থে সামাজিক সংগঠন প্রজ্জ্বলন। প্রজ্জ্বলন সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদানের পাশাপাশি বিভিন্ন উৎসবে বা দিবসে নানা আয়োজন করে থাকে। তারই অংশ হিসেবে এবার সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার দিলো প্রজ্জ্বলন। ঈদ উপহার নতুন জামা পেয়ে হাসি ফুটেছে সুবিধাবঞ্চিত ওইসব শিশুর মুখে।