প্রকাশ : ০৮ মে ২০২২, ০০:০০
চাঁদপুর শহরের বড়স্টেশন মোলহেডে বঙ্গবন্ধু পার্কে রাউন্ড রাইড (চরকা) থেকে পড়ে ফরহাদ নামে ১২ বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে। ঈদের পরদিন বুধবার সন্ধ্যায় ওই পার্কের বিনোদন রাইড চত্বরে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। আহত ছেলেটিকে দ্রুত ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্যে ঢাকা রেফার করেন।
ম্যানুয়ালি পদ্ধতিতে এখানে যে ক’টা রাউন্ড রাইড রয়েছে সেগুলো ব্যবহার শিশুদের জন্যে কতটুকু নিরাপদ কেউ খতিয়ে দেখছে না। স্থানীয় কিছু লোককে ম্যানেজ করে অবৈধভাবে এগুলো বসানো হয় বলে জানা যায়। ফলে প্রায় সময় এসব রাইডে চড়তে গিয়ে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে।
এদিকে চাঁদপুর রেলওয়ে স্টেশন মাস্টার সোয়াইবুল সিকদার জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্যে রেলওয়ে থানার ওসি মুরাদ উল্লাহ বাহারকে ঘটনাটি লিখিতভাবে জানানো হয়েছে।
রেলওয়ে ওসি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে নিরাপদ না হওয়ায় চরকা রাইডটি বন্ধ করে দেয়া হয়েছে।