প্রকাশ : ০৮ মে ২০২২, ০০:০০
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় গত ২ মে সোমবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী তারুণ্যের আলো স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়। এ বছর প্রথম ঈদ উপহার হিসেবে ১শ’ ৫০ জন অসহায় ও হতদরিদ্রের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সচিব মাসুদ কাজী, প্রতিষ্ঠাতা সদস্য শাহআলম মিজি, দাতা সদস্য মোঃ রিয়াদ শেখ, সভাপতি মোঃ নাছির মোস্তান, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান সাদ্দাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ মোস্তান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রিফাত, প্রচার সম্পাদক মহিন কাজী, কোষাধ্যক্ষ আব্দুল আজিজ, ক্রীড়া সম্পাদক সাব্বির খান, সদস্য সবুজ মিজি ও আরো অনেকে।
ভিন্ন ধরনের এমন উদ্যোগের বিষয়ে তারুণ্যের আলো স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য মোঃ রুবেল কাজী বলেন, আমাদের আশপাশে অনেক দরিদ্র ও অসহায় মানুষ আছে তাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।
নগদ অর্থ দেয়ার উদ্দেশ্য হলো যেহেতু অনেক সংগঠন এই দরিদ্র মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে থাকে, কিন্তু নগদ অর্থের অভাবে তাদের কিছু প্রয়োজন হলে ক্রয় করতে পারে না। যাতে মানুষ তার প্রয়োজন অনুযায়ী এই সামান্য অর্থ ব্যয় করতে পারে এজন্যে আমাদের এ উদ্যোগ। এ সময় সংগঠনে অন্যান্য সদস্যও বক্তব্য রাখেন এবং উপস্থিত সবার কাছে দোয়া চান। এই প্রোগ্রাম সফল করতে যারা অর্থ ও শ্রম দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানানো হয়।