প্রকাশ : ০১ মে ২০২২, ০০:০০
অডিও ভুবন আলোকিত করা বহু মৌলিক কাব্যিক শৈল্পিক নান্দনিক ধারার গান রচয়িতা মিলন খান। জন্ম এবং বেড়ে ওঠা চাঁদপুরে, পড়াশোনা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে, তারপর ইস্টার্ন ইউনিভার্সিটি ঢাকায় এমবিএ (মার্কেটিং)। ক'বছর করেছেন কলেজে অধ্যাপনা।
মিলন খান অডিও, রেডিও, টেলিভিশন, ফিল্মণ্ড-সবখানেই কাজ করেছেন। প্রথম গান 'ময়না' (আইয়ুব বাচ্চু) এবং ঐ গান ছিলো আইয়ুব বাচ্চুর প্রথম হিট গান। সব মিলিয়ে হাজার খানিক গান লিখেছেন গত ৩৫ বছরে।
ময়না (আইয়ুব বাচ্চু), ডাইরির পাতাগুলো ছিঁড়ে ফেলেছি, পাথর কালো রাত (তপন চৌধুরী), বুকের জমিন, সাদা কাগজের পাতায় পাতায়, একটি নদী একটি নারী (শুভ্র দেব), গাছের পাতার মতো, তুমি নীলাকাশ (তপন চৌধুরী), সাদা কাফনে আমাকে জড়াতে পারবে (রবী চৌধুরী), বিরহী প্রহর, নিতাইগঞ্জে জমছে মেলা, আমি কাংগালিনী হইয়া (ডলি সায়ন্তনী), মেঘের পালকি, ভুল গাঙে নোঙ্গর করিস না (সৈয়দ আবদুল হাদী), আজ আকাশের মন ভালো নেই, জীবন আমার নাটকের মতোন (এসডি রুবেল), গতকালও জানতাম (মনির খান), এই মেয়ে, আমার স্বপ্নের নায়িকা তুমি (আসিফ আকবর), সেই যে তুমি চলে গেলে (মিতালী মুখার্জি), ঘড়ির কাঁটা থেমে যাক (শাকিলা জাফর-আইয়ুব বাচ্চু)।
মিলন খানের প্রথম কাব্যগ্রন্থ 'জলের নগর'। আশির দশকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অঙ্গনে 'ঘাসফুলের কবি' হিসেবে সুপরিচিত ছিলেন। ১৯৯৩ সালে বুকের জমিন (শুভ্র দেব) গানটি শুনে স্বয়ং 'গানের ঈশ্বর' পুলক বন্দোপাধ্যায় বলেছিলেন অসাধারণ গান অসাধারণ গীতিকার মিলন খান.....।
প্রতিবাদী লড়াকু গীতিকার মিলন খান ফেসবুক লাইভে 'খুব ছোটো ছোটো কথা মিলন খানে কয় ' শিরোনামে ৯০০ পর্ব করেছেন। তার প্রবচনগুলোও বেশ আলোচিত।
মিলন খান সাম্প্রতিক সময়ে অনেক ছবির গান লিখেছেন। সামনের দিনগুলোতে চলচ্চিত্রের গানেও তিনি তার মেধার স্বাক্ষর রাখবেন.....এমন আত্মবিশ্বাস নিয়ে কাজ করছেন নিরন্তর।