প্রকাশ : ৩০ মার্চ ২০২২, ০০:০০
হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাশ ও সাধারণ সম্পাদক পদে বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক নির্বাচিত হয়েছেন। সিনিয়র সহ-সভাপতি পদে মাওলানা মাঈনুদ্দিন মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আ ন ম মাহবুব এলাহী, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ নাজমুস সাহাদাত, অর্থ সম্পাদক পদে মোঃ ফজলুর রহমান, সহ-অর্থ সম্পাদক পদে মোঃ মহিউদ্দিন রিপন, প্রচার সম্পাদক পদে মোঃ শরীফুল ইসলাম ও সমাজকল্যাণ পদে মোঃ জসিম উদ্দিন নির্বাচিত হয়েছেন।
এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে মোঃ আবদুল মোতালেব ভূঁইয়া, অমর কৃষ্ণ শীল, মোঃ বিল্লাল হোসেন, মোঃ আবু কাইয়ূম মজুমদার, সহ-সাংগঠনিক পদে মোঃ জান্নাতুল বাকি, দপ্তর সম্পাদক পদে মোঃ ইউনুছ মিয়া, সহ-প্রচার সম্পাদক পদে সুমন চন্দ্র সাহা, খেলাধুলা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ নুরুল আমিন মিয়া, সহ-খেলাধুলা ও সাংস্কৃতিক সম্পাদক পদে সফিকুল ইসলাম, সহ-সমাজ কল্যাণ সম্পাদক পদে আব্দুল কাদের, ক্রীড়া সম্পাদক পদে মোঃ নূরুল আমিন, সহ-ক্রীড়া সম্পাদক পদে মোঃ শফিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক পদে ছিদ্দিকুর রহমান, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক পদে দীপ্তি রাণী সাহা, মহিলা বিষয়ক সম্পাদক পদে খাদিজা আক্তার, সহ-মহিলা বিয়ক সম্পাদক পদে রেহেনা আক্তার, সদস্য পদে মোঃ অহিদুল ইসলাম, আব্দুর রহমান, জাকির হোসেন, মোঃ মিজানুর রহমান, মোঃ ইমান হোসেন, মোঃ রেদওয়ান, মোঃ কবির হোসেন, মনির হোসেন, মহিন উদ্দিন ও মোঃ হাবিবুর রহমান নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন মোস্তফা কামাল। সহকারী রিটার্নিং অফিসার ছিলেন আব্দুর রাজ্জাক, প্রিজাইডিং অফিসার ছিলেন জাহাঙ্গীর আলম, পোলিং অফিসার ছিলেন মোঃ ফারুক আহমেদ ও বিজয় কৃষ্ণ মজুমদার। হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির মোট ভোটার ৩৭২, মৃত দুই জন। ভোট প্রদান করেন ৩৬৫ জন। ভোট প্রদানের হার ৯৮.৬৫%।