রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ৩০ মার্চ ২০২২, ০০:০০

এখলাছপুরে স্বাধীনতা দিবস গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে রায়হান ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলার এখলাছপুরে স্বাধীনতা দিবস গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে।

২৬ মার্চ শনিবার বিকেলে এখলাছপুরস্থ হাশিমপুর বকুলতলা মাঠের গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।

এখলাছপুর ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মুন্না ঢালীর সভাপতিত্বে এবং ধারাভাষ্যকার জুয়েল মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, মোহনপুর পর্যটন কেন্দ্রের পরিচালক কাজী মতিন এবং এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা।

জমজমাটপূর্ণ ফাইনাল ম্যাচে মোহনপুরের রায়হান ক্রিকেট একাদশ ৭ উইকেটের বিনিময়ে মতলবের সূর্যতরুর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রথমে ব্যাট করতে নেমে সূর্যতরুণ স্পোর্টিং ক্লাব নির্দিষ্ট ১৬ ওভারের খেলায় ৯৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়। জবাবে রায়হান ক্রিকেট দল ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

চ্যাম্পিয়ন দলের ফরহাদ হোসেন ম্যান অব দ্যা ফাইনাল হবার গৌরব অর্জন করে। ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয় চ্যাম্পিয়ান দলের ইয়াছিন মিয়া।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়