প্রকাশ : ৩০ মার্চ ২০২২, ০০:০০
১৯৭১ সালের ২৫ মার্চ কালোরাতের স্মরণে কচুয়ায় গণহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ শুক্রবার যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উদ্যাপন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোতাছেম বিল্যাহের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব উল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় ২৫ মার্চের গণহত্যা দিবসের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ মহিউদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সোফায়েল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ জাবের মিয়া, আনোয়ার হোসেন শিকদার, সনতোষ চন্দ্র সেন, কচুয়া প্রেসক্লাবের
সভাপতি মানিক ভৌমিক, সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার প্রমুখ।
অনুষ্ঠানে গণহত্যা দিবসের ওপর নির্মিত তথ্যচিত্র ‘একাত্তরের গণহত্যা ও বধ্যভূমি’ প্রদর্শন করা হয়। তাছাড়া ওই দিন রাতে কচুয়া পৌরসভা কার্যালয়ের সামনে আলোর মশাল সামাজিক যুব সংগঠনের উদ্যোগে ২৫ মার্চ কালোরাতের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।
এ সময় কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার, আলোর মশালের উপদেষ্টা জাকির হোসেন বাটা, ওমর খৈয়াম বাগদাদী রুমি, আলোর মশালের সভাপতি ওমর ফারুক সাইম, সাধারণ সম্পাদক ফরহাদ বকাউল, সাংগঠনিক সম্পাদক কার্তিক সরকারসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।